সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বিশ্বের সবচেয়ে দামি ৩ বাড়ি

প্রকাশিত: ০১:০৩ পিএম, জানুয়ারি ২৮, ২০১৮
একুশে সংবাদ : বাকিংহাম প্যালেস, ইংল্যান্ড :   রানি দ্বিতীয় এলিজাবেথের বাসভবন বাকিংহাম প্যালেস বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বাড়ি ।এটি নির্মাণ করা হয় ১৭০৩ সালে ।এই প্রসাদটিতে রয়েছে মোট ৭৭৫টি কক্ষ ।বাড়িটির নির্মাণ ব্যয় ১.৫৫ বিলিয়ন ডলার । অ্যান্টিলিয়া, ভারত: ভারতের শীর্ষ ধনকুবের রিয়ালেন্স শিল্পগোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি অ্যান্টালিয়া বাড়িটির মালিক ।আটলান্টিক মহসাগরের একটি মনোরম দ্বীপের নামানুসারে বাড়িটির নাম রাখা হয়েছে ।২৭ তলা বাড়িটির নির্মাণ ব্যয় ১ বিলিয়ন ডলার । ভিলা লিওপোল্ড, ফ্রান্স:   পৃথিবীর সবচেয়ে দামি এবং সবচেয়ে বড় ফরাসি উদ্যান বাড়ি হিসেবে পরিচিত এটি ।বেলজিয়ামের রাজা লিওপোল্ড-২ এর নামনুসারে বাড়টির নামকরণ করা হয় ।বাড়িটির নির্মাণ ব্যয় ৭৫০ মিলিয়ন ডলার । একুশে সংবাদ // এস.এন // ২৮.০‌১.২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1