সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

পর্যটনের প্রসারে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ: বিমান ও পর্যটন মন্ত্রী

প্রকাশিত: ০৬:১১ পিএম, জানুয়ারি ১৬, ২০১৮
একুশে সংবাদ : : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল বলেছেন, সময়ের সাথে এভিয়েশন ও পর্যটনশিল্পের গুরুত্ব বেড়েই চলেছে। এ গুরুত্ব ও সম্ভাবনার কথা তুলে ধরে জনমত সংগঠন ও সরকারের উচ্চ পর্যায়ে ইতিবাচক সিদ্ধান্ত নিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি আজ সকালে সচিবালয়ে এভিয়েশন ও ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম (এটিজেএফবি) নেতৃবৃন্দ সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন। তিনি এভিয়েশন ও পর্যটন সেক্টরে সরকারের অর্জনসমূহ তুলে ধরতে সাংবাদিকদের আহবান জানিয়ে বলেন, গণমাধ্যম সরকারের চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করে এবং সরকার ও জনগণের মাঝে সেতুবন্ধ রচনা করে। তাই দেশের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি সম্ভাবনায় পর্যটন স্থান ও স্থাপনা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। ফোরাম নেতৃবৃন্দ এটিজেএফবির কার্যক্রম মন্ত্রীকে অবহিত করেন । এ সময় সংগঠনের সভাপতি নাদিরা কিরন ও সাধারণ সম্পাদক তানজিম আনোয়ারসহ অন্যরা উপস্থিত ছিলেন। একুশে সংবাদ // এ'স.তুহিন.পি.এই // ১৬.০১.২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1