সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশিত: ০২:২৯ পিএম, নভেম্বর ২১, ২০১৭
একুশে সংবাদ : সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সোমবার (২০ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন। ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা গেছে, গত শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিটের ও বিকেল আড়াইটায় ‘বি’ ইউনিটের পরীক্ষা হয়। ৯৬টি সংরক্ষিত আসনসহ মোট এক হাজার ৬৮৯ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা দিতে রেজিস্ট্রেশন করেছিল ৫২ হাজার ২৭৯ শিক্ষার্থী। ব্যবসায় প্রশাসন ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিষয়গুলোতে ভর্তির জন্য ‘এ’ ইউনিটে আবেদন করেছে ১৯ হাজার ৪৬৯ জন। আর প্রকৌশলবিদ্যাসহ ভৌতবিজ্ঞানের বিষয়গুলোতে ভর্তির জন্য ‘বি১’ ইউনিটে ভর্তির আবেদন করেছে ৩০ হাজার ৯১৫জন। আর্কিটেকচারে ভর্তি হতে ‘বি২’ ইউনিটে ভর্তির আবেদন করেছে ১ হাজার ৮৯৫ জন। ভর্তি সংক্রান্ত যাবতীয় বিষয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.sust.edu/admission থেকে জানা যাবে। ফল প্রকাশের সময় ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক আবদুল গণি, কম্পিউটার সেন্টারের পরিচালক অধ্যাপক মোহাম্মদ জহিরুল ইসলাম, ভর্তি কমিটির সদস্যসচিব মো. মহিবুল আলমসহ ভর্তি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। যেকোনো মোবাইল নম্বরের মেসেজ অপশনে গিয়ে ৬৯৬৯ নম্বরে পাঠিয়ে দিলে ফিরতি খুদে বার্তায় (এসএমএস) ফলাফল জানা যাবে। একুশে সংবাদ // এস.সখ // ২১.১১.২০১৭

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1