সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মৌলভীবাজারে ৫ যুদ্ধাপরাধীর রায় যে কোনো দিন

প্রকাশিত: ০৭:২২ পিএম, নভেম্বর ২০, ২০১৭
একুশে সংবাদ : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচ রাজাকারের বিরুদ্ধে মামলার রায় যেকোনো দিন ঘোষণা করা হবে। এ মামলার পাঁচ আসামি হলেন ,শামছুল হোসেন তরফদার ওরফে আশরাফ, মোবারক মিয়া, নেছার আলী, ইউনুছ আহমেদ এবং ওজায়ের আহমেদ চৌধুরী। তাদের মধ্যে ইউনুছ আহমেদ ও ওজায়ের চৌধুরী কারাগারে এবং বাকি তিনজন পলাতক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রেখে আজ আদেশ দেয়। মুক্তিযুদ্ধের সময় রাজনগরের ঐ পাঁচ ব্যক্তির বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, অগ্নিসংযোগ ও লুটপাটের পাঁচটি অভিযোগ আনা হয়েছে । এটি হবে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ তথা যুদ্ধাপরাধের বিচার শুরুর পর আনা মামলায় ৩০তম রায়। এর মধ্যে রয়েছে ১৮ জনকে হত্যা-গণহত্যা, ১১ জনকে অপহরণ, আটক ও নির্যাতন এবং ২২টি বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ। অভিযোগ গঠনের মধ্য দিয়ে গতবছর ৮ ডিসেম্বর এই পাঁচ আসামির বিচার শুরু করে আদালত। আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন ও তাপস কান্তি বল। আসামী ইউনুছের পক্ষে আবদুস সোবহান তরফদার ও ওজায়েরের পক্ষে আইনজীবী মুজাহিদুল ইসলাম শুনানি করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রতিবেদনে বলা হয়, আসামিদের মধ্যে সামছুল হোসেন তরফদার একাত্তরে আল-বদর বাহিনীর এবং নেছার আলী রাজাকার বাহিনীর স্থানীয় কমান্ডার ছিলেন। বাকি তিনজন রাজাকার বাহিনীর সদস্য হিসেবে বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে লিপ্ত ছিলেন। একুশে সংবাদ // এস.সম // ২০.১১.২০১৭

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1