সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পে ১৩ হাজার জনকে প্রশিক্ষণ

প্রকাশিত: ১১:১৪ এএম, নভেম্বর ২০, ২০১৭
একুশে সংবাদ : লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় ১৩ হাজার জনকে ৫০ দিনব্যাপী মোট ২০০ ঘণ্টা প্রশিক্ষণ দেয়া হয়েছে। এর মধ্যে প্রায় ৮ হাজার ৫০০ জনInternational Online Marketplaceথেকে ১১ লাখ মার্কিন ডলার আয় করতে সক্ষম হয়েছেন। এর মাধ্যমে ২০২১ সালের মধ্যে আইটি খাতে ৫ বিলিয়ন মার্কিন ডলার আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে সুদূরপ্রসারী প্রভাব পড়বে বলে আশা করা যায়। এ আয়ের মাধ্যমে শিক্ষিত বেকার যুব ও যুব মহিলারা আত্মকর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। যুক্তরাজ্যের Oxford Internet Institute কর্তৃক পরিচালিত জরিপের প্রতিবেদন অনুযায়ী, অনলাইন কর্মীর ভিত্তিতে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে। এরই ধারাবাহিকতায় ১৯ অক্টোবর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে Paypal+Zoom Service Launching and Freelancers Conference অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর আইসিটিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ বলেন, এ PayPal+Zoom সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের ফ্রিল্যান্সারা তাদের বিদেশি ক্লায়েন্টদের PayPal Wallet থেকে মাত্র ৪০ মিনিটের মাধ্যমে অর্থ পাওয়ার সুযোগ পাবেন। আশাব্যঞ্জক বিষয় হলো, এ সেবাটি বছরের প্রতিদিন ২৪ ঘণ্টা উন্মুক্ত। লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ফ্রিল্যান্সাররা নিজেরা প্রশিক্ষিত হয়ে Entrepreneurship Develop করে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উপনীত হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়। লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের প্রশিক্ষণের চাহিদার বিষয়টি বিবেচনা করে আরও ৪০ হাজার জনকে প্রফেশনাল আউটসোর্সিং প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করে প্রকল্পটি সংশোধনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ECNECএ অনুমোদনসাপেক্ষে ২০১৮ সালে এ নতুন ৪০ হাজার জনকে প্রশিক্ষণ দেয়ার কার্যক্রম শুরু হবে। একুশে সংবাদ // এস.আলো // ২০.১১.২০১৭

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1