সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

শিলিগুড়ি থেকে ঢাকায় আসার পথে বাসে ডাকাতি

প্রকাশিত: ১১:৪৪ এএম, নভেম্বর ১৯, ২০১৭
একুশে সংবাদ : ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে ঢাকায় আসার পথে বাসে ডাকাতি । শনিবার দিবাগত রাত দেড়টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুরের রাজাপুর এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে । শ্যামলী পরিবহনের বাসটি কুড়িগ্রামের বুড়িমারী স্থলবন্দর দিয়ে ঢাকায় ফিরছিল । পথে অস্ত্রের ভয় দেখিয়ে হত্যার হুমকি দিয়ে ডাকাতদল ভারতীয় নাগরিকসহ ২১ যাত্রী ও বাসের সুপারভাইজারের কাছ থেকে নগদ টাকা, মুঠোফোন ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় । বাসটির সুপারভাইজার মো. রেজা (৩৫) জানান, পাঁচজন ডাকাত যাত্রীর বেশে বাসে উঠেছিলেন । তারা বুড়িমারীর শ্যামলী কাউন্টার থেকে টিকিট কেটেছিলেন ঢাকা যাওয়ার জন্য । স্থলবন্দর থেকে ছেড়ে আসার সময় বাসটিতে নারী-পুরুষ মিলে ৩০ জন যাত্রী ছিল । ডাকাতদল ধারালো ছোরা দিয়ে ভয় দেখিয়ে যাত্রীদের কাছ থেকে মুঠোফোন, স্বর্ণালংকার, নগদ টাকাসহ অন্তত চার লাখ টাকার মালামাল লুট করেছে । টাকা ও স্বর্ণালংকার লুট করার পর রাজাপুর এলাকায় একটি ইটখোলার কাছে বাস থামিয়ে ডাকাতদল নেমে যায়। বিষয়টির সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে । আইনগত প্রক্রিয়া চলছে । একুশে সংবাদ // এস.সখ // ১৯.১১.২০১৭

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1