সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

প্রধানমন্ত্রীর নির্দেশে রংপুরে ক্ষতিগ্রস্থদের সহযোগিতা

প্রকাশিত: ১০:৪০ এএম, নভেম্বর ১৮, ২০১৭
একুশে সংবাদ : রংপুরের সহিংসতার ঘটনায় সব ধরনের আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্দেশে রংপুরে ক্ষতিগ্রস্থদের সহযোগিতার সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শুক্রবার (১৭ নভেম্বর) সংসদ সদস্য হাবিবে মিল্লাতকে দেয়া এক সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির গভর্নিং বোর্ডের সদস্য নির্বাচিত হওয়ায় হাবিবে মিল্লাতকে এ সংবর্ধনা দেয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ দৃষ্টি রাখতে নির্দেশ দেয়া হয়েছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের বাড়িঘর তৈরি করে দেয়া হয়েছে। তাদের আর্থিক সহযোগিতাও করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বিষয়ে কথা বলেন। তিনি জানান, ১০টি বিষয় নিয়ে মিয়ানমার সরকার বাংলাদেশের সঙ্গে একমত হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্রুত এই সংকট সমাধান হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। গত ১০ নভেম্বর রংপুরের তারাগঞ্জ উপজেলায় ফেসবুকে ধর্মীয় অবমাননার অভিযোগে ডাকা সড়ক অবরোধ কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে স্থানীয় লোকজন। এতে গুলিতে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। সেই সময় সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, যে যুবকের নামে ফেসবুকে স্ট্যাটাস দেয়া হয়েছে তার বাড়িসহ পাঁচটি হিন্দু বাড়িতে আগুন দেয় বিক্ষোভকারীরা। এ ছাড়া ১৪ থেকে ১৫টি বাড়ি ভাঙচুর করে তারা। পুলিশ বিক্ষোভকারীদের সরাতে গুলি, রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়ে। কয়েকজন গুলিবিদ্ধ হয়। একুশে সংবাদ // এস.এলা // ১৮.১১.২০১৭

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1