সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

লেকহেড গ্রামার স্কুল খুলে দেওয়ার নির্দেশ

প্রকাশিত: ১২:৪৮ পিএম, নভেম্বর ১৪, ২০১৭
একুশে সংবাদ : লেকহেড গ্রামার স্কুলের গুলশান ও ধানমণ্ডি শাখা ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার সকালে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন । সোমবার লেকহেড গ্রামার স্কুলের সব শিক্ষা কার্যক্রম বন্ধের বিরুদ্ধে জারি করা রুলের শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করেন আদালত । আদালতে রিটের পক্ষে শুনানি করেন এ এফ হাসান আরিফ, ব্যারিস্টার আকতার ইমাম ও রাশনা ইমাম । রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ৯ নভেম্বর রাজধানীর ধানমণ্ডি ও গুলশানের দুটি শাখাসহ লেকহেড গ্রামার স্কুলের সব শিক্ষা কার্যক্রম বন্ধ করা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট । এর পর গত ৯ নভেম্বর ওই স্কুল বন্ধের নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে স্কুলের মালিক খালেদ হাসান মতিন ও শিক্ষার্থীর অভিভাবকের পক্ষে তিনটি পৃথক রিট দায়ের করা হয়। পরে ওই রিটে লেকহেড গ্রামার স্কুলের গুলশান ও ধানমণ্ডি শাখা বন্ধে শিক্ষা মন্ত্রণালয়ের আদেশের বৈধতা প্রশ্নে পৃথক রুল জারি করেন হাইকোর্ট। এরই ধারাবাহিকতায় শুনানি শেষে আজ রায় দেন হাইকোর্ট। একুশে সংবাদ // এস.সখ // ১৪.১১.২০১৭

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1