সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলায় বক্তব্য দিলেন শাহরুখ (ভিডিও)

প্রকাশিত: ০৩:৩২ পিএম, নভেম্বর ১১, ২০১৭

একুশে সংবাদ : কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৭-এর পর্দা উঠেছে গতকাল। এ উৎসবের ২৩তম আসরের উদ্বোধনী দিনে টলিউডের অভিনয়শিল্পীদের পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, কমল হাসান, শাহরুখ খান ও কাজল।

কলকাতার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ায় উৎসবের উদ্বোধন করেন শাহরুখ খান। এরপর উদ্বোধনী অনুষ্ঠানে নিজের বক্তব্যে বাংলায় কথা বলে উপস্থিত ভক্ত ও অন্যান্যদের চমকে দিয়েছেন তিনি। প্রথমে ইংরেজি বক্তব্যে শাহরুখ বলেন, আমি প্রতিজ্ঞা করেছিলাম বাংলা শিখব। আমার বাংলা উচ্চারণ কিছুটা ভালো হয়েছে। এই আট লাইন আমার চেষ্টার নমুনা। দয়া করে সহ্য করবেন। আমাকে সঠিকভাবে এটি করতে দিন, পরের বছর কাগজে না পড়েই বলব। এরপর এ অভিনেতা বাংলায় বক্তৃতা দিয়ে বলেন, ‘এই ফিল্ম ফেস্টিভ্যালের বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে সম্মানিতবোধ করছি। সংস্কৃতি ও ঐতিহ্যের শহর, সবচেয়ে মিষ্টি শহর কলকাতা। আপনাদের সবাইকে জানায় আন্তরিক ভালোবাসা, অভিনন্দন ও শ্রদ্ধা। আপনারা ভালো থাকুন, ধন্যবাদ।’ এরপর এ অভিনেতা পুনরায় ইংরেজিতে বলেন, ‘আমার বন্ধুদের বলব পরবর্তী বছর আমাকে একটি ধুতি দিতে। এরপর এখানে এসে অনর্গল বাংলায় কথা বলব। এর আগে বিভিন্ন সময় ভাঙা ভাঙা বাংলায় কথা বলার চেষ্টা করেছেন শাহরুখ। এমনকি গত বছর কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেও বাংলায় কথা বলেছেন তিনি। এ বছর চলচ্চিত্র উৎসবে ৫৩টি দেশের ১৪৩টি সিনেমা দেখানো হবে। চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। https://youtu.be/V0rURyXY_sQ একুশে সংবাদ // এস.এবি // ১১.১১.২০১৭

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1