সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

খাগড়াছড়িতে টানা তিন দিনের সড়ক অবরোধ কর্মসূচি চলছে

প্রকাশিত: ১২:৪৭ পিএম, সেপ্টেম্বর ১৯, ২০১৭
একুশে সংবাদ : খাগড়াছড়িতে মোটরসাইকেল চালক রবিউল আওয়ালকে হত্যা ও পার্বত্য জেলা পরিষদের অনিয়ম দুর্নীতি এবং চলমান শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও জেলা সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আহ্বানে টানা তিন দিনের সড়ক অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে এ অবরোধ শুরু হয় বলে জানা যায়। অবরোধের কারণে জেলার অভ্যন্তরীণ ও দূর পাল্লার সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন পর্যটকসহ স্থানীয় কর্মজীবী মানুষ। এর আগে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়। জেলা সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব খাগড়াছড়ি পৌর মেয়র মো. রফিকুল আলম জানান, হরতালের পর ১৯ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত টানা তিন দিন সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে। একুশে সংবাদ/ এস এস.স/১৯.০৯.২০১৭

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1