সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নড়াইলে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে শ্রী হরিচাঁদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন ও সমাবেশ

প্রকাশিত: ০৫:৫৪ পিএম, সেপ্টেম্বর ১৮, ২০১৭
নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে শ্রী হরিচাঁদ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ ও হরি গুরুচাঁদ মিশন নলদী ইউনিয়ন শাখার আয়োজনে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয় । শোমবার সকাল ১০টায় নড়াইলের নলদী ও লাহুড়িয়ার মিলন কেন্দ্রে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন হরিচাঁদ পরিষদের নড়াইল জেলা শাখার সভাপতি ও মতুয়া মিশনের কেন্দ্রিয় নির্বাহী নেতৃত্ব মতুয়া রতœ শ্রী পরশ মনি বিশ্বাস ঠাকুর মন্টু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিল নলদী ইউনিয়ন আওয়ামী লীগ শাখার সভাপতি ও ইউনিয়নের চেয়ারম্যান, পূজা পরিষদ কেন্দ্রিয় কমিটি এ্যাসোসিয়েশন এর উপদেষ্ঠা শৈলেন্দ্রনাথ সাহা, প্রধান শিক্ষক ও শিক্ষক নেতা জামাল উদ্দিন, আসাদুজ্জামান, সুকান্ত বিশ্বাস, হরিচাঁদ পরিষদ ও মিশনের সদস্যবৃন্দ, স্থানীয় জনগণ ও আরো অনেকে। গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাংগঠনিক সম্পাদক বুলু দাসসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মানববন্ধনে সভাপতি তাঁর বক্তব্যে বলেন মায়ানমারের রাখাইন রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে ধরণের নির্মম অত্যাচার ও নির্যাতন চালানো হচ্ছে তা মধ্যযুগের বর্বরতাকেও হার মানিয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর থেকে এ নির্যাতন বন্ধ করতে হবে। এ ধরনের নির্যাতনে প্রতিটি দেশের মানবাধিকারকে কলংকিত করা হচ্ছে। অনতিবিলম্বে এ ধরনের নির্যাতন বন্ধ করার আহবান জানানোর মধ্য দিয়ে মানববন্ধনের কর্মসূচি শেষ হয়। ধর্ম যার যার রাস্ট্র সবার, রোহিঙ্গাদের রক্ষা করো, সংখ্যালঘুদের বাঁচাও” এ শ্লোগানকে সামনে রেখে রোহিঙ্গাদের হত্যা নির্যাতনের প্রতিবাদে নড়াইলে সংখ্যালঘু সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার ( ১৪ সেপ্টেম্বর ) দুপুর ১২টায় নড়াইল আদালত সড়কে মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ ১৯টি ধর্মীয় জাতিগত সংখ্যালঘু সংগঠনের ঐক্যবদ্ধ মোর্চা ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু সংগঠন এর নড়াইল জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা কমিটির সভাপতি মলয় কান্তি নন্দীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নড়াইল জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, নড়াইল পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুন্ডু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা কমিটির সাধারণ সম্পাদক আশিষ বিশ্বাস, সদর উপজেলার সভাপতি অ্যাডভোকেট রবীন্দ্রনাথ বিশ্বাস, প্রভাষক গৌর গাইন প্রমুখ।মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ। একুশে সংবাদ / উজ্জ্বল রায়/ ১৮.০৯.১৭

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1