সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১২:৫৭ পিএম, সেপ্টেম্বর ১৮, ২০১৭
একুশে সংবাদ : জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রবিবার স্থানীয় সময় বিকেলে সাড়ে ৪টার পর নিউইয়র্কে পৌঁছান তিনি। এ সময় বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জিয়াউদ্দিন, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। বিমানবন্দরের বাইরে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এরপর বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী নিউইয়র্কের হোটেল গ্রান্ড হায়াতে যান। যুক্তরাষ্ট্রে ১৩ দিনের সরকারি সফরে যাওয়ার পথে গত শনিবার প্রধানমন্ত্রী আবুধাবিতে বসবাসরত মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বাসায় রাত্রিযাপন করেন। আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে বহনকারী ইতিহাদ এয়ারওয়েজের ফ্লাইট এয়ারবাস এ৩৮০-৮০০ গতকাল রবিবার নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর স্থানীয় সময় সোয়া ১১টায় (বাংলাদেশ সময় সোয়া ১টা) নিউইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করেন। বিমানবন্দরে শেখ হাসিনাকে বিদায় জানান সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে গত ১২ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশন শুরু হয়েছে। আগামী ১৯ থেকে ২১ সেপ্টেম্বর চলবে সাধারণ বিতর্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৯৩টি সদস্য দেশের প্রতিনিধিরা এবারের সম্মেলনে অংশ নিবেন। প্রধানমন্ত্রী ৫১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন। প্রধানমন্ত্রী আজ সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত জাতিসংঘ সংস্কার বিষয়ক এক উচ্চ পর্যাযের বৈঠকে যোগ দিবেন। একই দিন জাতিসংঘ সদর দফতরে ‘প্রিভেনশন অব সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অ্যান্ড অ্যাবুজ’ শীর্ষক উচ্চ পর্যায়ের এক বৈঠকেও অংশ নিবেন শেখ হাসিনা। আগামী ২১ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী। ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী অন্যান্য রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে জাতিসংঘ মহাসচিব আয়োজিত মধ্যাহ্ন ভোজে যোগ দেবেন। এছাড়া জাতিসংঘ অধিবেশনে অংশ নেওয়া বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন প্রধানমন্ত্রী। একুশে সংবাদ/এস.ইফা/১৮.০৯.১৭

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1