সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

১২০০ টাকায় ঘুরে আসুন জাদুকাটা নদী থেকে

প্রকাশিত: ০৮:০৩ পিএম, আগস্ট ২৭, ২০১৭
একুশে সংবাদ :যদি নদীর নাম হয় জাদুকাটা, তাহলে? নদীর মায়া কতটা, সেটা নদীর কাছে গেলেই কেবল বোঝা যায়। তেমনি মায়াবী একটি নদী নাম জাদুকাটা। জাদুকাটা নদী সুনামগঞ্জ জেলার হাওর অঞ্চলে অবস্থিত। যা দেখবেন সিলেট শহর থেকে সুনামগঞ্জ যাত্রাপথে পলাশবাজার, ধরপুর বাজার পেছনে ফেলে চিনাকান্দি বাজার ছাড়িয়ে যাওয়ার সময় দেখা পাবেন মেঘের সঙ্গে আলিঙ্গন করে আছে পাহাড়, যা মেঘালয়ে অবস্থিত। এরপর বিজিবি ক্যাম্পের পাশ দিয়ে যেতে হবে জাদুকাটার বালুচরে। পাবেন তপ্ত রোদ, এর মাঝেও শান্তির পরশ। দুই পাহাড়ের মাঝখান দিয়ে নেমে এসেছে নদী। যেমন অদ্ভুত তার সৌন্দর্য, তেমন অদ্ভুত তার নাম। বিমুগ্ধ করার মতো যথেষ্ট। জাদুকাটা নদীর গভীরতা কম। আর তার জল এতটাই স্বচ্ছ যে নিচের বালুকণা পর্যন্ত স্পষ্ট দেখা যায়। নদীর একপাশে বিস্তীর্ণ বালুচর, অন্যপাশে সবুজ পাহাড়ের হাতছানি। নদীর পাড়ের মানুষের জীবন, আদিবাসী জনগোষ্ঠীর বিচরণ আপনাকে মুগ্ধ করবে। জাদুকাটা থেকে আরো একটু সামনে গেলে দেখা মিলবে শাহ আরেফিনের (রহ.) আস্তানা ও লাউড়েরগড় গ্রাম। সেই গ্রামের দক্ষিণ কোণের নদীতীরে রয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান। প্রতিবছর চৈত্র মাসে প্রায় একই সময়ে শাহ আরেফিনের আস্তানায় ওরস ও জাদুকাটা নদীতীরে পুণ্যস্নান হয়। দুই উৎসব ঘিরে সে সময় নদীতীরে বসে দুই ধর্মের মানুষের মিলনমেলা। হাজার হাজার মানুষের ঢল নামে নদীর গা ঘেঁষে। একসময় এই জাদুকাটা নদীর তীরেই ছিল প্রাচীন রাজ্য লাউড়ের রাজধানী। পাশেই আছে শাহ আরেফিনের (রহ.) মাজার। শান্ত নিরিবিলি পরিবেশ, সঙ্গে বিশাল এলাকা নিয়ে বিভিন্ন প্রজাতির গাছের সারি। শাহ আরেফিনের (রহ.) আস্তানার শেষ প্রান্তে গিয়ে দেখা পাবেন বাংলাদেশ-ভারতের কাঁটাতারের বেড়া। তবে সামনে এগিয়ে না যাওয়াই ভালো। যেভাবে যাবেন জাদুকাটা যাওয়ার ক্ষেত্রে আপনাকে যেতে হবে ভাড়া করা বাহনে অথবা নিজের মোটরবাইকে। সুনামগঞ্জ থেকে প্রত্যন্ত অঞ্চলে যাওয়ার একমাত্র সুবিধাজনক পরিবহন হলো মোটরবাইক আর বর্ষার সময় নৌকা ছাড়া গতি নাই। সুনামগঞ্জ জেলা শহর থেকে জাদুকাটার দূরত্ব ২০ কিলোমিটার। ঢাকা থেকে সুনামগঞ্জ যাওয়ার সরাসরি বাস রয়েছে। এনা, হানিফ, শ্যামলী, ইউনিকসহ অনেক বাস এই পথে চলে। তবে অবশ্যই অগ্রিম টিকেট কেটে রাখুন। তাহলে ঝামেলা পোহাতে হবে না। সুনামগঞ্জ থেকে সরাসরি চলে যেতে পারেন জাদুকাটা নদীর তীরে। সুনামগঞ্জ শহরে এসে এমএ খান সেতু থেকে পাবেন মোটরবাইক। একবারের ভাড়া ১৫০ থেকে ২০০ টাকা। সারা দিনের জন্য নিলে ভাড়া পড়বে ৮০০ থেকে ৯০০ টাকা। সুনামগঞ্জ থাকার ব্যবস্থা আছে ভালোই। দলবেঁধে ঘুরতে গেলেই বেশি আনন্দ করতে পারবেন। একুশে সংবাদ/এন.টি/২৭.০৮.২০১৭

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1