সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জেদ্দায় উদ্দেশে উড়ল দ্বিতীয় হজ ফ্লাইট

প্রকাশিত: ০২:১৩ পিএম, জুলাই ২৪, ২০১৭
একুশে সংবাদ: চলতি মৌসুমের দ্বিতীয় হজ ফ্লাইট ৪১৯ যাত্রী নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী, সোমবার সকাল ১১টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০১১ ফ্লাইটটি জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করে। এর আগে সকাল ৭টা ৫৫ মিনিটে ৪১৮ জন হজযাত্রী নিয়ে চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে রওনা হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এবং ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বিমানবন্দরে ফ্লাইটটির উদ্বোধন করেন ও হজযাত্রীদের বিদায় জানান। এ সময় হজযাত্রীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। আজ আরও দু'টি হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে বিজি-৭০১১ ফ্লাইট ও রাত ৮টা ৪০ মিনিটে শিডিউল ফ্লাইট বিজি-০০৩৫ বিমানবন্দর ত্যাগ করবে। গত শনিবার রাজধানীর আশকোনায় হজক্যাম্পে চলতি হজ মৌসুমের কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী, এবার সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন। একুশে সংবাদ/জিহা/জাগো-২৪.০৭.২০১৭

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1