সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নাটকে প্রথম আমিন খান-রুহী

প্রকাশিত: ১২:১১ পিএম, জুন ২২, ২০১৭
একুশে সংবাদ : চিত্রনায়ক আমিন খান শুধুমাত্র বিশেষ বিশেষ দিবসেই ছোটপর্দার জন্য অভিনয় করেন। গেলো বছর ঈদে, বিজয় দিবসে এবং স্বাধীনতা দিবসে তিনি কয়েকটি নাটকে অভিনয় করেন। এবারের ঈদেও তার ভক্ত দর্শকের জন্য আরেকটি বিশেষ নাটকে অভিনয় করেছেন। অন্যদিকে মডেল ও অভিনেত্রী দিলরুবা ইয়াসমিন রুহী বিগত প্রায় দেড় বছর যাবত তার একমাত্র সন্তান রোহান মনসুর আলীকে নিয়েই ব্যস্ত ছিলেন। যে কারণে ২০১৪ সালের পর থেকে তাকে আর নতুন করে কোন কাজে দেখা যায়নি। বিরতির পর আমিন খানের বিপরীতে অভিনয়ের মধ্যদিয়েই অভিনয়ে ফিরেছেন গ্ল্যামারাস অভিনেত্রী রুহী। ইশমত আরা চৌধুরী শান্তির নির্দেশনায় ‘অনুভূতির ছোঁয়া’ নাটকে তারা দু’জন প্রথম একসঙ্গে অভিনয় করেছেন। এর আগে এই পরিচালকের নির্দেশনায় রুহী ‘মায়ানগর’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। যে কারণে রুহী ও শান্তির মধ্যে যোগাযোগটা ছিলো নিয়মিত। যোগাযোগের সূত্র ধরেই শান্তি এবারের ঈদেও পরেরদিন দেশেটিভিতে প্রচারের জন্য নির্মাণ করেছেন ‘অনুভূতির ছোঁয়া’ নাটকটি। এর গল্প প্রসঙ্গে শান্তি বলেন, আমরা আসলে সুস্থ অনুভূতি নিয়ে জন্মাই। কিন্তু পরবর্তীতে নানান কারণে সেই সুস্থ অনুভূতিগুলো নষ্ট হয়ে যায়। প্রযুক্তির উন্নয়নের কারণে যোগাযোগের নানান মাধ্যম সৃষ্টি হয়েছে, কিন্তু আমরা তা যথাযথভাবে ব্যবহার করতে পারছিনা। পরশ এবং পুর্তি’র ফেসবুকে কবিতার মধ্যদিয়ে দু’জনের পরিচয় হয়। দু’জনের পরিচয় থেকেএ এগিয়ে যায় নাটকের গল্প। গত ২০জুন নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এতে অভিনয় প্রসঙ্গে আমিন খান বলেন, গল্পটা সময়োপযোগী, যে কারণে কাজটি করে খুউব ভালোলেগেছে। আর রুহীর সঙ্গে এটা আমার প্রথম কাজ। রুহী খুব ন্যাচারাল অ্যাক্টিং করেন। আমি কাজটি দারুণ উপভোগ করেছি। রুহী বলেন, নানান কারণে মায়ানগর আটকে থাকলেও শান্তি আপার নির্দেশনায় এই কাজটি অন্ততঃ দর্শক দেশ টিভির পর্দায় দেখতে পাবেন। আমিন ভাই অনেক বড় মাপের একজন অভিনেতা। কিন্তু তারপরেও শুটিং-এ তিনি আমাকে যেভাবে সহযোগিতা করেছেন তাতে সত্যিই মুগ্ধ আমি। আমি, শান্তিু আপু এবং আমিন ভাই-আমাদের এই তিনজনের সমন্বয়ে একটি ভালো কাজ হলো। আমিন খানকে এবারের ঈদে রাকিবের নির্দেশনায় ‘মধ্যরাতের যাত্রী’ নাটকেও দেখা যাবে। রুহী সর্বশেষ ২০১৪ সালে ‘মঙ্গলাকাঙ্খী’ নাটকে অভিনয় করেছিলেন। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলো হচ্ছে মনসুর আলী’র ‘সংগ্রাম’, অনিমেষ আইচের ‘জিরো ডিগ্রী’ এবং কলকাতার মহুয়া চক্রবর্তীর ‘গ্ল্যামার’। একুশে সংবাদ // পপি // বিবা // ২২.০৬.১৭

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1