সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

‘দূরের মানুষ’-এ কাছের চারজন

প্রকাশিত: ১২:১৬ এএম, জুন ২১, ২০১৭
একুশে সংবাদ : বিশিষ্ট নাট্যকার ও নাট্যনির্মাতা বদরুল আনাম সৌদ আসছে ঈদ উপলক্ষে নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘দূরের মানুষ’। নাটকটির রচয়িতা বদরুল আনাম সৌদ নিজেই। নির্মাতা জানান, অর্পা নামের একটি মেয়ের নিজেকে খুঁজে পাওয়ার গল্প নিয়েই এই নাটকের কাহিনী। নাটকটিতে তিনটি গুরুত্বপর্ণ চরিত্রে অভিনয় করেছেন খুব কাছের তিনজন মানুষ তারিক আনাম খান, সুবর্ণা মুস্তাফা ও ফজলুর রহমান বাবু। অর্পা চরিত্রে অভিনয় করেছেন নাজিবা বাশার। এরইমধ্যে রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং শেষ হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তারিক আনাম খান বলেন, সবমিলিয়ে একটু অন্যরকম গল্পের নাটকটি এটি। নাটকটির গল্পে সাইকোলজিক্যাল প্রেসারের ব্যাপার আছে। যে কারণে যারা একটু অন্যরকম গল্পের নাটক দেখতে চান তাদের কাছে নাটকটি ভালো লাগবে আশা করছি। বরেণ্য অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা বলেন, খুবই স্ট্রং একটি স্ক্রিপ্টের নাটক এটি। হঠাৎ করে কোনো ঘটনা যেমন মানুষের সম্পর্কের ইকুয়েশনকে বদলে দেয়, এমনই গল্পের একটি নাটক এটি। আর যেহেতু নাটকে তারিক আনাম খান, ফজলুর রহমান বাবুর মতো গুণী অভিনেতা অভিনয় করেছেন, স্বাভাবিকভাবেই নাটকটি ভালো হয়েছে। পাশাপাশি নাজিবার অভিনয়ের প্রতি রয়েছে প্রবল আগ্রহ। প্রচণ্ড শ্রম দিতে পারে সে। যে কারণে তার অভিনয়ও বেশ ভালো হয়েছে। সবমিলিয়ে একটি খুব ভালো কাজ হয়েছে। দর্শকের ভালো লাগবে আশা করছি। ফজলুর রহমান বাবুল বলেন, সৌদ’র নির্দেশনা সবসময়ই অসাধারণ হয়। তারিক ভাই, সুবর্ণা আপার সঙ্গে কাজ করাটা খুবই আনন্দের এবং উপভোগের। কাজটি আমি যথেষ্ট আন্তরকিতা নিয়ে করেছি এবং খুবই ভালো লেগেছে কাজটি। আসছে ঈদে বাংলা ভিশনে প্রচার হবে ‘দূরের মানুষ’ নাটকটি। এদিকে বদরুল আনাম সৌদেরই রচনায় ও নির্দেশনায় মঙ্গলবার থেকে সুবর্ণা মুস্তাফা, ফজলুর রহমান বাবু ও নাজিবা নতুন আরো একটি নাটকের শুটিং শুরু করেছেন। নাটকের নাম ‘আমার না লেখা কিছু চিঠির কথা’। এদিকে সুবর্ণা মুস্তাফা এরইমধ্যে শেষ করেছেন আরিফ খানের নির্দেশনায় ঈদ বিশেষ টেলিফিল্ম ‘ছুটির এক দিনে’ এবং গোলাম মুক্তাদিরের নির্দেশনায় ‘চিলেকোঠা ও ভাড়াটিয়া’ টেলিফিল্মের কাজ। ‘ছুটির এক দিনে’ আসছে ঈদে এনটিভিতে প্রচার হবে এবং ‘চিলেকোঠা ও ভাড়াটিয়া’ প্রচার হবে গাজী টিভিতে। একুশে সংবাদ // পপি // বিবা // ২১.০৬.১৭

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1