সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ঈদে নতুন বিজ্ঞাপনে আফজাল শরীফ

প্রকাশিত: ১২:১৫ এএম, জুন ২১, ২০১৭
একুশে সংবাদ : ছোটপর্দার অভিনয়শিল্পীদের ভাবনা এমন যে ঈদে ছোটপর্দার নাটকে কিংবা টেলিফিল্মে অভিনয়ে থাকাটা জরুরি। আবার যারা চলচ্চিত্রে অভিনয় করেন তাদের ভাবনা এমন যে ঈদে যেন তার অভিনীত চলচ্চিত্র মুক্তি পায়। তাহলে ঈদটা কাটে ভালো। তবে চলচ্চিত্র ও নাট্যাভিনেতা আফজাল শরীফের ভাবনাটা একটু অন্যরকম। ঈদে নতুন বিজ্ঞাপনে উপস্থিত থাকাটা তার কাছে একটু বেশি জরুরি বলে মনে হয়। আর তাই এবারের ঈদে চ্যানেলে চ্যানেলে নিজের উপস্থিতি রাখার জন্য তিনি শাহরিয়ার রহমানের নির্দেশনায় ‘শাহপরাণ লুঙ্গি’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। এরইমধ্যে বিজ্ঞাপনটির শুটিং শেষে প্রচারও শুরু হয়েছে দেশের বেশ কয়েকটি স্যাটেলাইট চ্যানেলে। বিজ্ঞাপনটিতে কাজ করা প্রসঙ্গে আফজাল শরীফ বলেন, শাহরিয়ার রহমান বেশ যত্ন নিয়েই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন। এর শুটিং হয়েছে গাজীপুরের খতিব খামার বাড়িতে। খুব আকর্ষণীয় গল্পে বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। এরমধ্যে প্রচার শুরু হবার কারণে বেশ ভালো সাড়াও পাচ্ছি আমি। এদিকে শাহরিয়ার সুমন জানান, একই প্রতিষ্ঠানের শাড়ি, থ্রি-পিসেরও বিজ্ঞাপন নির্মাণ করেছেন তিনি। এদিকে আসছে ঈদ উপলক্ষে আফজাল শরীফ ঈদ বিশেষ নাটক কায়সার আহমেদ’র নির্দেশনায় ‘মেন্টাল’, হানিফ সংকেতের নির্দেশনায় ‘ভুলে বেসে কুলে আসা’ এবং সৈকতের নির্দেশনায় ‘অবশেষে ফিরে এলো’ নাটকে অভিনয় করেছেন। তিনটি নাটকই আসছে ঈদে ভিন্ন ভিন্ন চ্যানেলে প্রচার হবে। আফজাল শরীফ প্রথম বিজ্ঞাপনে মডেল হন সঙ্গীতশিল্পী ফেরদৌস ওয়াহিদের সঙ্গে একটি লজেন্সের বিজ্ঞাপনে। এরপর বহু বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। অভিনয়ে আফজালের শুরু ১৯৮৪ সালে ‘থিয়েটার’র সাথে যুক্ত হয়ে। এই দলের হয়ে প্রথম তিনি অভিনয় করেন মীর মোশাররফ হোসেনের ‘জমিদার দর্পণ’ নাটকের মাধ্যমে। এটি নির্দেশনা দিয়েছিলেন মমতাজউদ্দিন আহমেদ। এরপর এই দলের হয়ে ‘ক্ষতবিক্ষত’, ‘মহাপুরুষ’, ‘সাতঘাটের কানাকড়ি’ নাটকে অভিনয় করেন। তবে দর্শকপ্রিয়তা পান তিনি হুমায়ূন আহমেদ’র ‘বহুব্রীহি’ নাটকে কাদের চরিত্রে এবং ‘অয়োময়’ নাটকে মোবারক চরিত্রে অভিনয় করে। এই দুটি চরিত্রের কথা এখনো দর্শকের মনে আছে। চলচ্চিত্রে আফজাল শরীফ প্রথম অভিনয় করেন গৌতম ঘোষ পরিচালিত ‘পদ্মা নদীর মাঝি’তে। চলচ্চিত্রে অভিনয়ের সর্বোচ্চ স্বীকৃতি স্বরূপ তিনি বদিউল আলম খোকন পরিচালিত ‘নিঃশ্বাস আমার তুমি’ চলচ্চিত্রে অভিনয় করে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। একুশে সংবাদ // পপি // বিবা // ২১.০৬.১৭

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1