সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের : ১ হাজার টন চাল ও ৪৪ লাখ টাকা বরাদ্দ

প্রকাশিত: ০৭:২১ পিএম, জুন ২০, ২০১৭
একুশে সংবাদ : ত্রাণ ও দুর্যোগমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের জন্য ১ হাজার টন চাল এবং ৪৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ধাপে ধাপে সেগুলো সেখানে বিতরণ করা হচ্ছে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে তিনি এ তথ্য জানান। মন্ত্রী জানান, পাহাড় ধসের ঘটনায় সেনাবাহিনীর দুই কর্মকর্তাসহ ১৬৬ জন নিহত হয়েছে। এ ছাড়া ঘটনায় ৪০০ জন আহত হয়েছে। ওই এলাকার লোকজনের জন্য ১ হাজার টন চাল এবং ৪৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ধাপে ধাপে সেগুলো সেখানে বিতরণ করা হচ্ছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে বাড়ি নির্মাণের জন্য টিন ও ৩ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। এখনো ভারী বর্ষণ ও পাহাড় ধসের আশঙ্কা থাকায় ৪৭টি আশ্রয়কেন্দ্রে কয়েক হাজার পরিবার আছে। একুশে সংবাদ // পপি // বিবা // ২০.০৬.১৭

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1