সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মুসা ইব্রাহীম উদ্ধার হলেন

প্রকাশিত: ০২:৪২ পিএম, জুন ১৮, ২০১৭
একুশে সংবাদ : ওশেনিয়া (পাপুয়া নিউগিনি, ইন্দোনেশিয়া) মহাদেশের সর্বোচ্চ পর্বত মাউন্ট কার্সটেঞ্জ পিরামিড জয় করতে গিয়ে চরম বিপদে পড়া মুসা ইব্রাহীমকে উদ্ধার করা হয়েছে। বাংলাদেশের পক্ষে প্রথম বিশ্বের সর্বোচ্চ পর্বত এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীমকে রোববার সকালে ইন্দোনেশিয়ায় অবস্থিত দূতাবাসের মাধ্যমে হেলিকপ্টার পাঠিয়ে উদ্ধার করা হয়। মুসার সঙ্গে সত্যরূপ সিদ্ধান্ত ও নন্দিতা চন্দ্রশেখর নামের আরো দুই পর্বতারোহী রয়েছেন। মুসার স্ত্রী উম্মে সরাবন তহুরা সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার প্রথমে স্যাটেলাইট ফোনে পাপুয়া নিউগিনির দুর্গম পাহাড়ে তাদের খাবার শেষ হওয়ার খবর দেন মুসা। তবে বৈরি আবহাওয়ার কারণে সেখানে খাবারও পাঠানো যাচ্ছিল না। মুসার বোন নূর আয়েশার বরাত দিয়ে শনিবার রাতে এ বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের সাংবাদিক মোহাম্মদ আব্দুল মান্নান। ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লিখেছেন - “মুসা ইব্রাহীমকে ফিরিয়ে আনতে সহযোগিতা করুন। ২০১০ সালের ২৩ মে। দিনটি বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ। ওই দিন ভোরে জীবন বাজি রেখে বাংলাদেশের টগবগে এক যুবক বিশ্বের সর্বোচ্চ পর্বত চূড়ায় উড়িয়ে দিলেন লাল সবুজের পতাকা। বাংলাদেশের মর্যাদাকে আরো এক ধাপ উপরে নিয়ে গেলেন। আমি বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী মুসা ইব্রাহীমের কথা বলছি। কথা দিয়েছিলেন ৭ মহাদেশের সর্বোচ্চ পর্বত চূড়ায় উড়িয়ে দেবেন লাল সবুজের পতাকা। জাতিকে দেওয়া ওয়াদা পূরণ করতে গিয়ে আজ তিনি চরম বিপদগ্রস্ত। ওশেনিয়া (পাপুয়া নিউগিনি, ইন্দোনেশিয়া) মহাদেশের সর্বোচ্চ পর্বত মাউন্ট কার্সটেঞ্জ পিরামিড জয় করার জন্য বাংলাদেশ ও ভারতের তিন সদস্যের টিমের নেতৃত্ব দিচ্ছেন মূসা ইব্রাহীম। ১৩ জুন বাংলাদেশ সময় সকাল ৮টা ৫০ মিনিটে (স্থানীয় সময় সকাল ৫টা ৪৭ মিনিট) তারা পর্বত আরোহন শুরু করেন। মাউন্ট কার্সটেঞ্জ জয় করতে গিয়ে প্রতিকূল আবহাওয়ায় বেস ক্যাম্পে অটকা পড়ে আছেন আজ তিন দিন। খাবার সংকটে ভুগছে পুরো টিম। মুসার বড় বোনের সঙ্গে ফেসবুক মেসেঞ্জারে কথা হলো আজ। আজ সকালে হেলিকপ্টারের মাধ্যমে তাদের উদ্ধার করার কথা থাকলেও আবহাওয়া অনূকুলে না থাকায় তা সম্ভব হয়নি। পরে কী ঘটতে যাচ্ছে তাও জানা নেই তার। ইন্দোনেশিয়ায় বাংলাদেশ অ্যাম্বাসেডরের সহায়তা চেয়েছে সে। সেখান থেকে তাকে জানানো হয়েছে, আগামী সোমবার পাপুয়া নিউগিনির সঙ্গে তারা যোগাযোগ করবে। ততক্ষণে অনেক দেরি হয়ে যায় কি না, সেটিই আমার বড় আশঙ্কা। রাষ্ট্রীয় পর্যায়ে জরুরি সহযোগিতা দরকার এই পর্বতারোহীকে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনতে। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।” ১৩ জুন পর্বত মাউন্ট কার্সটেঞ্জ পিরামিডের সামিট জয় করে ফিরে আসার সময় বিপদে পড়েন মুসা ইব্রাহীম ও তার টিম। মাউন্ট কার্সটেঞ্জ জয় করতে গত ২৯ মে সোমবার ইন্দোনেশিয়ার বালির উদ্দেশ্যে দেশ ছাড়েন মুসা। বাংলাদেশের কৃষিখাতের অন্যতম প্রতিষ্ঠান নীলসাগর গ্রুপের পৃষ্ঠপোষকতায় মুসা ইব্রাহীমের এবারের অভিযানের নাম হচ্ছে ‘নীলসাগর গ্রুপ মাউন্ট কার্সটেঞ্জ পিরামিড অভিযান।’ অভিযানে মুসার সঙ্গে রয়েছেন ভারতের এভারেস্টজয়ী পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত ও নন্দিতা চন্দ্রশেখর। মোট তিনজনের পর্বতারোহী দলের নেতা মুসা ইব্রাহীম। উল্লেখ্য, প্রথম বাংলাদেশি হিসেবে মুসা ইব্রাহীম ২০১০ সালের ২৩ মে এভারেস্ট জয় করেন। এরপর ২০১১ সালের ১৩ সেপ্টেম্বর আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত কিলিমাঞ্জারোর চূড়া জয় করেন তিনি। তার সঙ্গী ছিলেন নিয়াজ মোরশেদ পাটওয়ারী ও এম এ সাত্তার। ২০১৩ সালের ২৬ জুন ইউরোপের সর্বোচ্চ (১৮ হাজার ৫১০ ফুট) পর্বত মাউন্ট এলব্রুস, ২০১৪ সালের ২৩ জুন উত্তর আমেরিকার সর্বোচ্চ (২০ হাজার ৩২০ ফুট) পর্বত মাউন্ট ডেনালি জয় করেন তিনি। একুশে সংবাদ // পপি // বিবা // ১৮.০৬.১৭

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1