সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আজ ফাইনাল: পাক-ভারত মহারণ

প্রকাশিত: ১০:১২ এএম, জুন ১৮, ২০১৭
একুশে সংবাদ : কমবেশি সবাই মেনে নিচ্ছেন ক্রিকেটের ২২ গজের কমব্যাট জোনে পাক-ভারত মহারণ আজ। আবার ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামছে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের। দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান প্রথমবারের মত খেলছে আইসিসি’র ওডিআই ইভেন্টের ফাইনাল। ওভালে হাই ভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়। নিজেদের সেরাটা খেলে জিততে চায় দু’দল। ম্যাচের আগে উত্তেজনা বিরাজ করছে দু’দেশের সীমান্তে। আর এই ফাইনাল ম্যাচ দেখতে মুখিয়ে আছে পুরো ক্রিকেট বিশ্ব। ভারতরে সামনে রায়েছে আইসিসি ওডিআই র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার সুযোগ অন্যদিকে বাংলাদেশকে হটিয়ে র‌্যাঙ্কিয়ে ছয়ে আসার সুযোগ থাকছে পাকিস্তানের হাতে। এদিকে ভারতই চাপে থাকবে বলে জানিয়েছেন পাকিস্তানের বোলিং কোচ আজহার মেহমুদ। তবে সেই শঙ্কাকে উড়িয়ে দিয়েছেন ভারতীয় অধিনায়ক কোহলি। বৃষ্টির কারণে ফাইনাল ম্যাচ খেলা না হলে থাকছে রিজার্ভ ডে। ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপের ফাইনালে ক্রিকেট বিশ্বকে মোহাম্মদ আশরাফুলের শিখিয়ে দেয়া স্কুপ খেলতে গিয়ে আউট হন মিসবাহ-উল-হক। আর ঐ ম্যাচে পাকিস্তান হারে মাত্র ৫ রানে। সেই প্রতিশোধ নেয়ার দারুন সুযোগ রয়েছে সরফরাজ বাহিনীর সামনে। আর দারুন ফর্মে থাকা কোহলি বাহিনী অন্যতম দাবিদার এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে তো এক প্রকার উড়িয়েই দিয়েছিল ধাওয়ান-যুবরাজরা। তারপরও পাকিস্তানকে নিয়ে বাড়তি ভাবতে হচ্ছে কুম্বলে-কোহলিদের। কারণ এই হারের পরই ঘুরে দাঁড়ায় পাকিস্তান। পরের সবগুলো ম্যাচ জিতে শেষ চার নিশ্চিত করে মিকি আর্থারের শিষ্যরা। আজহার মেহমুদ জানান, আমাদের কিছুই হারানোর নেই। সবাই এই ম্যাচে ভারতকে ফেভারিট হিসেবে দেখছে। তাই চাপটাও তাদেরই বেশি। সবাই ভারত-ভারত করছে, কিন্তু আমি বলতে চাই আমরা শিরোপা জেতার জন্যই এই মঞ্চে নেমেছি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া শিরোপা ধরে রাখার ব্যাপারে আশাবাদী। কোহলির মতে, পাকিস্তানের বিপক্ষে ম্যাচ মানেই উত্তেজনা ছড়িয়ে পড়া। কিন্তু, আমরা রিলাক্স থেকেই ম্যাচটি জিতে শিরোপা ধরে রাখতে চাই। এ রকম ম্যাচের মুহূর্তে রিলাক্স থাকাটাই উত্তম। কঠিন হলেও আমি সতীর্থদের নিয়ে ম্যাচটি জিততে চাই। আট দলের খেলায় র‌্যাংকিংয়ে সবার নিচে থেকে টুর্নামেন্ট শুরু করা পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচে এই ভারতের কাছেই হারে ১২৪ রানে। তবে হঠাৎ করেই নিজেদের ফর্ম ফিরে পেয়ে গ্রুপ পর্বে র‌্যাংকিংয়ের শীর্ষ দল দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকাকে হারিয়ে সেমিফাইনালে ওঠে। শেষ চার-এ অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে গ্রুপ পর্বে অপরাজিত থাকা ইংল্যান্ডকে কোন প্রকার পাত্তা না দিয়ে একতরফা ম্যাচে বিশাল ব্যবধানে হারিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করে পাকিস্তান। পক্ষান্তরে সেমিফাইনালে বাংলাদেশকে হারানোর আগে গ্রুপ পর্বে শ্রীলংকার কাছে পরাজিত হয় ভারত। দশ বছর আগে টি-২০ বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানকে ৫ রানে হারিয়ে শিরোপা জিতে ভারত। বিরাট কোহলি, শিখর ধাওয়ান এবং রোহিত শর্মা অসাধারন ব্যাটিং ছন্দে আছেন। মন্থর গতির উইকেটে কার্ডিফের সেমিফাইনালে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে দলের সেরা ফাস্ট বোলার মোহাম্মদ আমিরকে ছাড়াই বোলিং ও ফিল্ডিংয়ে দারুন নৈপূণ্য দেখিয়েছে পাকিস্তান। এই ম্যাচে ফিরছেন আমিরও। আজ ওভালের পিচ অনেকটাই ব্যাটসম্যান সহায়ক হবে। ইতিপূর্বে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১০ ম্যাচের মধ্যে পাকিস্তানকে আট ম্যাচে হারায় ভারত। এ আসরে বরাবরের মতো ফাইনালেও প্রচুর রান হওয়ার সম্ভাবনা রয়েছে। যেখানে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে যারা আগে ব্যাট করেছে তাদের গড় রান ২৭২। আর পরে যারা ব্যাট করেছে তাদের তো ২৯০। মুখোমুখি পাক-ভারত : ১২৮ ম্যাচে পাকিস্তান জিতেছে ৭২ ম্যাচ আর ভারত জিতেছে ৫২। ফলাফল হয়নি ৪ ম্যাচের। অন্যদিকে আইসিসি চ্যাম্পিয়ানস ট্রফিতে এর আগে চারবারের দেখায় ২-২এ সমতায় আছে দু’দুল। ওডিআই অন্য যে কোনো টুর্নামেন্টের ফাইনালে ভারত-পাকিস্তান ১০বার লড়েছে। যেখানে সাতবার জয় পেয়েছে পাকিস্তান, আর বাকি তিনবার ভারত। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ও ২০০৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল দু’দল। যেখানে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতলেও ভারত টি-২০ বিশ্বকাপ জেতে। তবে ওডিআই কিংবা টি২০; শেষ পাঁচ দেখায় ৫টিতেই হেরেছে পাকিস্তান। তাই সাম্প্রতিক পারফমেন্স আর আইসিসি ওডিআই র‌্যাঙ্কিংয়ে দুইয়ে থাকায় এগিয়ে থাকবে ভারতই। একুশে সংবাদ // পপি // বিবা // ১৮.০৬.১৭

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1