সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আজ জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী

প্রকাশিত: ১১:১০ এএম, মে ৩০, ২০১৭
একুশে সংবাদ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে নির্মমভাবে নিহত হন তিনি। শোকাবহ দিনটি স্মরণে রাজধানী ঢাকাসহ সারাদেশে দোয়া মাহফিল, আলোচনা সভা ও দরিদ্রদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণসহ ব্যাপক কর্মসূচি নিয়েছে বিএনপি ও সহযোগী সংগঠন। ১৯৮১ সালের ২৯ মে জিয়াউর রহমান এক সরকারি সফরে চট্টগ্রামে আসেন। ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে গভীর রাতে একদল বিপথগামী সেনা সদস্য তাকে হত্যা করে। বিক্ষুব্ধ সেনা সদস্যরা তার লাশ চট্টগ্রামের রাউজানের গভীর জঙ্গলে কবর দেয়। তিনদিন পর ওই লাশ উদ্ধার করে ঢাকার শেরে বাংলা নগরে এনে দাফন করা হয়। জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীতে জন্মগ্রহণ করেন। তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট- ইপিআরের বাঙালি পল্টুনের মেজর ছিলেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য স্বাধীনতার পর বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করেন। এরপর তিনি সেনাবাহিনীর প্রধান হন। ১৯৭৫ সালের ৭ নভেম্বর তিনি বাংলাদেশের প্রধান সেনা প্রশাসক ও রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। তিনি প্রথমে জাতীয় গণতান্ত্রিক দল (জাগদল) এবং ১৯৭৭ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি গঠন করেন। কর্মসূচি: আজ মঙ্গলবার জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল ৬টায় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন, একইভাবে সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে এসব কর্মসূচি পালন করা হবে। সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শেরে বাংলা নগরস্থ মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ওলামা দলের উদ্যোগে মাজারে ফাতেহা পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। একই সময় ড্যাব এর উদ্যোগে মাজার প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করবেন খালেদা জিয়া। বেলা ১১টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ড্যাব এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হবে। একুশে সংবাদ // পপি // বিবা // ৩০.০৫.১৭               11:10

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1