সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

প্রকাশিত: ১১:৪৮ এএম, মে ২৬, ২০১৭
একুশে সংবাদ : খুলনায় প্রভাবশালী বিএনপি নেতা ও দু’বার নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান সরদার আলাউদ্দিন মিঠুকে সন্ত্রাসীরা তার কার্যালয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার শ্বশুর সৈয়দ সেলিম ও দেহরক্ষী নওশের গাজী গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ফুলতলা উপজেলা সদরের দামোদরে মিঠুর ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স মিঠু এন্টারপ্রাইজে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিএসবি) আব্দুর রশিদ এ হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন। নিহত মিঠু জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। আহত সেলিমকে ফুলতলা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ও নওশের গাজীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দেহরক্ষী নওশের গাজীর অবস্থা আশঙ্কাজনক। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, রাত ১০টার দিকে সরদার আলাউদ্দিন মিঠু, তার শ্বশুর সৈয়দ সেলিম ও দেহরক্ষী নওশের গাজীসহ কয়েকজন ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন। এ সময় ৩/৪জন সন্ত্রাসী সেখানে ঢুকে মিঠুর মাথায় গুলি করে। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে তার শ্বশুর সৈয়দ সেলিম ও নওশের গাজী গুলিবিদ্ধ হন। এর আগে ১৯৯৮ সালে নিহত মিঠুর পিতা দামোদর ইউপি চেয়ারম্যান সরদার আবুল কাশেম ও ২০১০ সালে তার বড় ভাই একই ইউনিয়নের চেয়ারম্যান সরদার আবু সাঈদ বাদল দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। এদিকে খুলনা মহানগর বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু এ হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন। তিনি বলেন, ইতিপূর্বে তাকে কয়েকবার হত্যা করার চেষ্টা করা হয়েছে। তার পিতা ও বড়ভাইকেও হত্যা করা হয়েছে। খুলনার পুলিশ সুপার নিজাম উদ্দীন বলেন, দুটি মোটরসাইকেলে করে ডিবির মতো পোশাক পরে দুর্বৃত্তেরা ঘরে ঢুকে খুব কাছ থেকে সরদার আলাউদ্দীনকে গুলি করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার অনেক শক্রু আছে। প্রাথমিকভাবে ওই সূত্র ধরেই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে। একুশে সংবাদ // পপি // বিবা // ২৬.০৫.১৭      11:55

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1