সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

দ্রুততম হাজারের হাতছানি সৌম্যর

প্রকাশিত: ১২:৩৭ পিএম, মে ২৪, ২০১৭
একুশে সংবাদ : ২০০৬ সালে ২৯ ইনিংসে ওয়ানডে ক্রিকেটে হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন শাহরিয়ার নাফিস। এরপর ১১ বছর পেরিয়ে গেলেও শাহরিয়ার নাফিসের রেকর্ড ভাঙতে পারেনি কেউ। ইমরুল কায়েস ও নাসির হোসেন সর্বোচ্চ ৩৪ ইনিংসে চার অঙ্কের ফিগার ছুঁয়েছেন। শাহরিয়ার নাফিসকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে সৌম্য সরকারের। বাংলাদেশের হয়ে দ্রুততম হাজার রানের মালিক হতে সৌম্য সরকারের তিন ইনিংসে করতে হবে ৭৫ রান। ২৫ ইনিংসে সৌম্যর ব্যাট থেকে এসেছে ৯২৫ রান। ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন সৌম্য। সবশেষে দুই ওয়ানডেতে সৌম্যর ব্যাট থেকে এসেছে হাফ-সেঞ্চুরির ইনিংস। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে একটি বড় ইনিংস সৌম্যকে নিয়ে যেতে পারে অনন্য উচ্চতায়। দেশের মাটিতে সেঞ্চুরির স্বাদ পেলেও বিদেশের মাটিতে তিন অঙ্কের ম্যাজিকাল ফিগারের দেখা পাননি বাঁহাতি এ ওপেনার। কিউইদের বিপক্ষে বড় ইনিংস খেলে সৌম্য আজই দুটি মাইলফলকে পৌঁছায় কিনা সেটাই দেখার। এদিকে সৌম্যর পাশাপাশি ব্যক্তিগত ল্যান্ডমার্কে পৌঁছার সুযোগ রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের। ১৪০ ওয়ানডে খেলে ফেলা রিয়াদের সামনে হাতছানি তিন হাজার রানের। দরকার মাত্র ২৮ রান। বাংলাদেশের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে তিন হাজার রানের মাইলফলক অতিক্রম করবেন মাহমুদউল্লাহ। ওয়ানডেতে সবথেকে বেশি রান তামিমের। ১৬৮ ম্যাচে তামিম করেছেন ৫৩৮৫ রান। সাকিবের রান ৪৭৯৬। মুশফিকুর রহিম ৪১৯০ এবং মোহাম্মদ আশরাফুল ৩৪৬৮ রান করেছেন। একুশে সংবাদ // পপি // রাজি //২৪.০৫.১৭      12:35

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1