সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

২ বছরের বেশি সময় পর ব্লগার অনন্ত বিজয় হত্যার বিচার শুরু

প্রকাশিত: ০৬:১৫ পিএম, মে ২৩, ২০১৭
একুশে সংবাদ : দুই বছরের বেশি সময় পর সিলেটে শুরু হয়েছে ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যার বিচার কার্যক্রম। ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করার মধ্য দিয়ে শুরু হলো এই বিচার প্রক্রিয়া। মঙ্গলবার সিলেটের মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে অভিযোগ গঠন হয়েছে বলে নিশ্চিত করেছেন আদালতের পিপি অ্যাডভোকেট মফুর আলী। এর আগে গত ৮ মে ছয়জনকে আসামি করে দেওয়া চার্জশিট আদালতে গৃহীত হয়। চার্জশিটভুক্ত ছয় আসামি হচ্ছেন- আবুল হোসেন (২৫), ফয়সাল আহমদ (২৭), মামুনুর রশীদ (২৫), মান্নান ইয়াইয়া ওরফে মান্নান রাহী ওরফে এবি মান্নান ইয়াইয়া ওরফে ইবনে মঈন (২৪), আবুল খায়ের রশীদ আহমদ (২৫) ও সাফিউর রহমান ফারাবী ওরফে ফারাবী সাফিউর রহমান (৩০)। অভিযুক্ত ছয়জনের মধ্যে আবুল, ফয়সাল ও হারুন পলাতক আছেন। আর বাকি তিনজন আছেন কারাগারে। প্রথমে দেওয়া চার্জশিটে পাঁচজনকে আসামি করা হলেও সম্পূরক অভিযোগপত্রে নতুন করে যুক্ত করা হয়েছে উগ্রপন্থী ব্লগার সাফিউর রহমান ফারাবীর নাম। আর চার্জশিট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ফটো সাংবাদিক ইদ্রিসসহ ১০ জনকে। গত বছরের ২৮ আগস্ট ৩০২ ও ৩০ ধারায় পাঁচজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করা হয়েছিল। অভিযোগপত্রটি আদালতে উপস্থাপন করা হলে পর্যবেক্ষণ আদেশে আদালত অধিকতর তদন্তের নির্দেশ দেওয়ায় সন্ত্রাসবিরোধী ধারা যুক্ত করে সম্পূরক অভিযোগপত্র সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার জিআর শাখায় জমা দেওয়া হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক আরমান আলী গত ১৮ জানুয়ারি অভিযোগপত্রটি জমা দেন। ২০১৫ সালের ১২ মে সকালে কর্মস্থলে যাওয়ার পথে সিলেট নগরীর সুবিদবাজারের নূরানী আবাসিক এলাকায় নিজ বাসার অদূরে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে অনন্ত বিজয় দাশকে। পেশায় ব্যাংকার অনন্ত বিজয় বস্তুবাদ ও যুক্তিবাদ নিয়ে ব্লগে লেখতেন। তার লেখা ও সম্পাদিত বিজ্ঞান-বিষয়ক বই রয়েছে। বিজ্ঞান-বিষয়ক ছোট-কাগজ 'যুক্তি' নামে একটি পত্রিকা নিয়মিত সম্পাদনা করতেন তিনি। সিলেটে পরিচালিত বিজ্ঞান ও যুক্তিবাদী কাউন্সিলেরও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন অনন্ত বিজয়। ঘটনার একদিন পর অনন্তের বড় ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে সিলেট মহানগরের বিমানবন্দর থানায় অজ্ঞাত চার দুর্বৃত্তকে আসামি করে হত্যা মামলা করেন। মামলায় বিজ্ঞান বিষয়ে লেখালেখির কারণে অনন্তকে উগ্র ধর্মান্ধ গোষ্ঠী পরিকল্পিতভাবে খুন করেছে বলে অভিযোগ করা হয়। একুশে সংবাদ // পপি // রাজি // ২৩.০৫.১৭        6:25

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1