সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

শেখ হাসিনার আমন্ত্রণে বাংলাদেশ সফরের আশা প্রকাশ করেছেন ট্রাম্প

প্রকাশিত: ০৭:০৩ পিএম, মে ২২, ২০১৭
একুশে সংবাদ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে বাংলাদেশ সফরের আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে আরব ইসলামিক আমেরিকান সামিটে (এআইএ) এ দুই নেতার মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়। সে সময় ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা। ট্রাম্প প্রধানমন্ত্রীর আমন্ত্রণ গ্রহণ করে বাংলাদেশ সফরের আশা প্রকাশ করেন। সম্মেলন শেষে পররাষ্ট্রসচিব শহীদুল হক সাংবাদিকদের একথা বলেন। শুভেচ্ছা বিনিময়ের সময় পররাষ্ট্রসচিবসহ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল হক ও উপ প্রেস সচিব মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। সৌদি আরবের আয়োজনে রিয়াদের কিং আব্দুল আজিজ কনভেনশন সেন্টারে প্রথম ‘আরব ইসলামিক আমেরিকান সামিটে’ মার্কিন প্রেসিডেন্টসহ ৫৫টি দেশের নেতারা অংশ নেন। অনুষ্ঠানে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বিশেষ আমন্ত্রণ জানান সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। আমন্ত্রণে সাড়া দিয়ে শনিবার সৌদি আরব যান তিনি। সম্মেলনে বক্তব্যকালে বিশ্বে শান্তি স্থাপনে চারটি সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রী। তার চারটি প্রস্তাব হলো- প্রথমত, অবশ্যই সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কাছে অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, সন্ত্রাসী ও তাদের অঙ্গ সংগঠনগুলোর অর্থের যোগান বন্ধ করতে হবে। তৃতীয়ত, ইসলামী উম্মাহর মধ্যে বিভক্তি দূর করতে হবে। চতুর্থত, সংলাপের মাধ্যমে আন্তর্জাতিক সংকটগুলোর শান্তিপূর্ণ সমাধানের পথ বের করতে হবে, যাতে সকল পক্ষই তাদের নিজ নিজ সাফল্যের দিকটি নিশ্চিত করতে পারে। একুশে সংবাদ // পপি // বিবা // ২২.০৫.১৭      7:00

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1