সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

৬ হাজার পদের জন্য প্রার্থী ২৫ লাখ !

প্রকাশিত: ০৭:৩৫ পিএম, মে ১৬, ২০১৭
একুশে সংবাদ : মাত্র ৬ হাজার পদের জন্য চাকরি প্রার্থী ২৫ লাখ! আগামী শনিবার পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি দফতরের জন্য গ্রুপ ডি কর্মী নিয়োগের লিখিত পরীক্ষা হবে। আর ওই পরীক্ষায় বসছেন প্রায় ২৫ লাখ প্রার্থী। এর মধ্যে রাজ্যের বাইরে থেকে প্রায় সাড়ে পাঁচ লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিতে আসবেন। এ পরীক্ষায় নারীদের জন্য সংরক্ষিত রয়েছে প্রায় ৩৫ শতাংশ পদ। তবে আশ্চর্যের বিষয়, এই পদের জন্য নূন্যতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী হলেও স্নাতক, স্নাতকোত্তর, এমনকি পিএইচডি ডিগ্রিধারীরাও আবেদন করেছেন। রাজ্য জুড়ে এই বিপুল সংখ্যক চাকরি পরীক্ষার্থীদের ভিড় সামলাতে মঙ্গলবার জরুরি বৈঠক ডাকা হয়েছিল পশ্চিমবরে সচিবালয় নবান্নে। রাজ্য সরকারের মুখ্যসচিব বাসুদেব ব্যানার্জির নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, এডিজি’র পাশাপাশি স্বাস্থ্য, সড়ক পরিবহন, রেলসহ ককেয়টি দফতরের সচিব ও কর্মকর্তারা। নবান্ন সূত্রে জানা যায়, পরীক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেয়ার জন্য কলকাতাসহ প্রতিটি জেলায় পর্যাপ্ত পরিমাণে সরকারি ও বেসরকারি বাস, সিএনজি পরিসেবা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি পূর্ব, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব রেলকেও রাজ্যসরকারের তরফে অতিরিক্ত ট্রেন চালানোর কথা বলা হয়েছে। পরীক্ষার দিন ফেরিঘাটে নৌকা, স্টিমার রাখার পাশাপাশি সেগুলোর ওপর নজর রাখার কথা বলা হয়েছে। প্রচণ্ড গরমে কোনো পরীক্ষার্থী যাতে অসুস্থ হয়ে না পড়েন সেদিকে লক্ষ্য রেখে একাধিক জায়গায় অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করে সেখানে স্যালাইনযুক্ত পানিসহ প্রয়োজনীয় ওষুধের মজুদ রাখা, সমস্ত পরীক্ষাকেন্দ্রে নারী পুলিশ রাখার পাশাপাশি পরীক্ষাকে কেন্দ্র করে যাতে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় তা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। পরিসংখ্যান বলছে সাম্প্রতিককালে এত বেশি সংখ্যায় পরীক্ষার্থী এ রাজ্যের কোনো পরীক্ষায় বসেননি। যদিও কয়েক বছর আগে তৃণমূল কংগ্রেসের আমলেই রাজ্যের প্রাথমিক স্কুলের শিক্ষকের পরীক্ষা (টেট) নিয়ে পশ্চিমবঙ্গে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতি যাতে আবার নতুন করে ফিরে না আসে সেদিকে লক্ষ্য রেখেই রাজ্য সরকার আগাম সতর্কতা হিসেবে পদক্ষেপ নিয়েছে। একুশে সংবাদ // পপি // বিবা // ১৬.০৫.১৭      ৭:৩০

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1