সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

রাজধানীসহ সারা দেশে ঝড়-বৃষ্টি

প্রকাশিত: ১১:২৩ এএম, মে ১৬, ২০১৭
একুশে সংবাদ : রাজধানী ঢাকায় সোমবার রাতে প্রচণ্ড ঝড়-বৃষ্টি হয়েছে। এতে বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ে ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এ ছাড়া চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগেরও বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টির খবর পাওয়া গেছে। এদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঝড়ে ভেঙে পড়া ঘরের নিচে চাপা পড়ে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত যুবকের নাম মজিবুর রহমান (৩৫)। মঙ্গলবারও দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, রংপুর, বরিশাল, খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। রাজধানীতে সোমবার রাত সোয়া ১১টার দিকে প্রথমে বৃষ্টি শুরু হয়। এরপর রাত ১২টার দিকে প্রচণ্ড ঝড় বয়ে যায় মহানগরীর ওপর দিয়ে। এসময় ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিও হয়। ঝড়ে বিভিন্ন স্থানে গাছ ও ডালপালা ভেঙে পড়ে। বাণিজ্যিক এলাকা মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনের সড়কের আইল্যান্ডে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। খিলক্ষেত এলাকায় একটি গাছ ভেঙে সড়কে পড়ায় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে স্থানীয়া ভেঙে যাওয়া গাছটি সরিয়ে ফেলে। এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি গাছ ভেঙে পুলিশ বক্সের ওপর পড়েছে। ঝড়ের সময় রাজধানীর বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। অনেক স্থানেই সারা রাত বিদ্যুৎ ছিল না। সকাল ৯টায়ও কোনো কোনো স্থানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। ঠাকুরগাঁওয়ে প্রচণ্ড ঝড়ে ভেঙে গেছে বসত ঘর আবহাওয়া অধিদপ্তর বলছে, গতকাল সোমবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ঢাকাতে বৃষ্টি হয়েছে ৯০ মিলিমিটার। এ ছাড়া রাজশাহীতে ২৬, চট্টগ্রামে ২৫, কুমিল্লায় ২৮, সিলেটে ৩১, খুলনায় ৯ ও রংপুরে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দেশের উত্তর ও মধ্যাঞ্চলে এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টির মাত্রা বেশি ছিল। এরমধ্যে টাঙ্গাইলে ৭০ মিলিমিটার, ফরিদপুরে ৫৭, মাদারীপুরে ৪৪, গোপালগঞ্জে ৩৮, সন্দ্বীপে ৪১ ও চাঁদপুরে ৬৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঝড়ে মুন্সীগঞ্জে মসজিদ ও মন্দিরসহ অনেক বাড়িঘর লণ্ডভণ্ড হওয়ার খবর পাওয়া গেছে। এ ঝড়ে আহত হয়েছেন অন্তত ২০ জন। এলাকাবাসী জানায়, শ্রীনগর উপজেলার ভাগ্যকুল, রাঢ়ীখাল ও বাগরে এ ঝড় আঘাত হানে। ঝড়ে উপড়ে যায় বৈদ্যুতিক খুটি ও অসংখ্য গাছপালা। একুশে সংবাদ // পপি // রাজি // ১৬.০৫.১৭

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1