সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আজ থেকে আসামে যাচ্ছে ওয়ালটন টিভি

প্রকাশিত: ১২:২৭ পিএম, মে ১১, ২০১৭
একুশে সংবাদ : ভারতের আসাম প্রদেশের করিমগঞ্জে আজ থেকে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওয়ালটনের তৈরি এলইডি টিভি। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সিলেটের বিয়ানীবাজারের শ্যাওলা স্থলবন্দর দিয়ে ওয়ালটনের কাভার্ডভ্যানটি প্রবেশ করার কথা রয়েছে। স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট সূত্র জানায়, প্রথম চালানে ১২৫টি এলইডি টিভি রয়েছে। এ জন্য সকল কাগজপত্র তৈরি করা হয়েছে। আজ সকাল ১১টায় বাংলাদেশ ইমিগ্রেশন অতিক্রম করে ভারতীয় ইমিগ্রেশনে প্রবেশ করবে। এ বিষয়ে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ রাইজিংবিডিকে বলেন, ভারতের সেভেন সিস্টারে বাংলাদেশি পণ্যের কদর খুব বেশি। ওয়ালটন প্রথমবারের মতো টিভি রপ্তানি করায় আমরা খুবই আনন্দিত। আমরা আশা করব, শুধু টিভি নয় ওয়ালটনের তৈরি অন্যান্য সামগ্রীও ভারতের সেভেন সিস্টারে রপ্তানি হবে। একই সঙ্গে ১৯৪৮ সালে প্রতিষ্ঠা লাভ করা সিলেটের শ্যাওলা স্থলবন্দরকে পুর্ণাঙ্গ স্থলবন্দরে পরিণত করার নৌমন্ত্রীর ঘোষণা সত্ত্বেও অগ্রগতি না হওয়ায় ক্ষোভ জানান তিনি। তিনি বলেন, বন্দরে পণ্য রাখার শেড না থাকায় দেশীয় পণ্যের গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তাই দ্রুত এই বন্দরকে পুর্ণাঙ্গ বন্দরে রূপান্তরের দাবিও জানান তিনি। একুশে সংবাদ // পপি // বিবা // ১১.০৫.১৭

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1