সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

এইচপির ‘ওমান’ সিরিজের নতুন ল্যাপটপ

প্রকাশিত: ১০:৫৪ পিএম, মে ১০, ২০১৭
একুশে সংবাদ : ‘ওমান বাই এইচপি’ নামে গেমারদের জন্য বিশেষভাবে তৈরি করা একটি নতুন ল‌্যাপটপ বাজারে এনেছে এইচপি কর্পোরেশন। প্রাথমিকভাবে ল্যাপটপটি দুটি মডেলে পাওয়া যাবে। মডেল দুটি হলো ১৫-এএক্স২২০টিএক্স ও ১৫-এএক্স২২১টিএক্স। বুধবার রাজধানীর আগারগাঁওয়ের একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে ল্যাপটপটি উদ্বোধন করেছে এইচপি কর্তৃপক্ষ। অনুষ্ঠানে এইচপির কর্মকর্তারা বলেন, গেমের জনপ্রিয়তা বিশ্বব্যাপী খুব বেড়েছে। বিভিন্ন গেমের মাধ্যমে কম্পিউটার স্ক্রিনে ভার্চুয়াল রোমাঞ্চ ও উল্লাস করে। আমরা সাধারণত ল্যাপটপের বিভিন্ন সিরিজ নিয়ে প্রতিনিয়ত বাজারে আসি। ওমেন সিরিজ হচ্ছে গেমিং ল্যাপটপ। অনুষ্ঠানে জানানো হয়, নোটবুক পিসি হিসেবে ওমেন সিরিজে উন্নত প্রসেসর ও গ্রাফিক্সব্যবহার করা হয়েছে। ইনটেল কোর আই ৭ প্রসেসর, ৮ জিবি র‍্যাম, এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ১০৫০ গ্রাফিক্স আছে এতে। এতে ব্যবহার করা হয়েছে ১২৮ জিবি এসএসডি। ১৫-এএক্স২২০টিএক্স মডেলের ল্যাপটপটির পুরুত্ব ২৪.৫ মিলিমিটার এবং ওজন ২.০৯ কেজি। ১৫ দশমিক ৬ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত যার ডিসপ্লের রেজ্যুলেশন ১০৮০ পিক্সেল। নোটবুকটির দাম ১ লাখ ১৫ হাজার টাকা। ২২১ টিএক্স মডেলের ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে ১৬ জিবি র‍্যাম ও জিফোর্স জিটিএক্স ১০৫০ টিআই গ্রাফিকস কার্ড। এ মডেলের নোটবুকটির দাম ১ লাখ ৪০ হাজার টাকা। একুশে সংবাদ // পপি // বিবা // ১১.০৫.১৭

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1