সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নড়াইলে এক্সপ্রেস’ মাশরাফির জন্য বিক্ষোভ মিছিল, কালোব্যাজ, সমাবেশ ও মানববন্ধন

প্রকাশিত: ০৬:৩৭ পিএম, এপ্রিল ৯, ২০১৭
নড়াইল জেলা প্রতিনিধি :নড়াইল এক্সপ্রেস’ মাশরাফি বিন মর্র্তুজাকে টি-২০ ক্রিকেটে অধিনায়ক হিসেবে বহাল রাখার দাবিতে নড়াইলের কালোব্যাজ ধারণ মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘মাশরাফি ভক্ত ফাউন্ডেশন’ও‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের আয়োজনে রোববার (৯ এপ্রিল) বেলা ১২টায় নড়াইল-যশোর সড়কের লোহাগড়া উপজেলা গেটের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন নড়াইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মন্জুরুল করিম মুন, ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের জেলা সভাপতি, নড়াইলের সাবেক  প্রভাব শালী ছাত্রলীগের নেতা সাইফুল ইসলাম বাবু, নড়াইল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রভাব শালী ছাত্র নেতা আশরাফুজ্জামান মুকুল, এ সময় নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা ,বলেন,   আমাদের এ মানববন্ধনের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। মাশরাফি বিন মর্তুজাকে টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনতে কর্মসূচি । সমাবেশ থেকে আগামী ৭২ ঘন্টার মধ্যে মাশরাফিকে টি টুয়েন্টি ক্রিকেটে অধিনায়কত্ব ফিরিয়ে দেয়ার দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুমকী দেয়া হয়। জাকির হোসেন, ব্যবসায়ী সুখেন্দ্র মজুমদার, আব্দুল হাই প্রমুখ। এদিকে, একই দাবিতে  রোববার সকাল ৯টায় লোহাগড়ার কাশিপুর এসি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এড়েন্দা বাজার এলাকায় মানববন্ধন করেন। এছাড়া কাশিপুর ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগেও নড়াইলের এড়েন্দা বাজার এলাকায়   মানববন্ধন অনুষ্ঠিত হয়।  এর আগে একই দাবিতে গত শনিবার (৮ এপ্রিল) নড়াইলে শিক্ষার্থী, শ্রমজীবী, যানবাহন চালক, যাত্রী, ব্যবসায়ীসহ পেশাজীবীরা দিনব্যাপী কালোব্যাজ ধারণ কর্মসূচী পালন করেন। এদিকে, গত শুক্রবার বেলা ১১ টায় নড়াইলের লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে আধাঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়া বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা ১১টায় নড়াইল শহরের রূপগঞ্জ বাসস্ট্যান্ড, নড়াইল চৌরাস্তা এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এলাকায় মানববন্ধনসহ সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়। একুশে সংবাদ /উজ্জ্বল/০৯.০৪.২০১৭

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1