সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

দিনাজপুরের ফুলবাড়িতে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২

প্রকাশিত: ০৪:০৭ পিএম, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
একুশে সংবাদ : দিনাজপুরের ফুলবাড়িতে যাত্রীবাহী বাস খাদে উল্টে নিহত হয়েছেন ২ জন।  অন্তত ২০জন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম পরশুরাম রায় (৫৫)। আরেজনের পরিচয় এখনো জানা যায়নি। রবিবার দুপুর ১২টায় এই দুর্ঘটনা ঘটে।নিহত পরশুরাম রায় উপজেলার ৫নং খয়েরবাড়ি ইউনিয়নের কিসমত লালপুর গ্রামের কুমদ চন্দ্র রায়ের ছেলে এবং লক্ষ্মীপুর বাজারের হোটেল ব্যবসায়ি ছিলেন। ঘটনার প্রতিবাদে বিক্ষুদ্ধ এলাকাবাসী দুই ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। প্রত্যক্ষদর্শী তাপস কুমার রায়, নাঈন আহম্মেদ ও গৌতম মহন্ত বলেন, ফুলবাড়ি থেকে ছেড়ে আসা বিরামপুরগামী যাত্রীবাহী বাস রুমাইয়া পরিবহন (বগুড়া-জ-০৪-০০৫২) বাসটি ঘটনার সময় লক্ষ্মীপুর নামক স্থানে হোটেল ব্যবসায়ি পরশুরাম রায়কে (৫৫) চাপা দিয়ে সড়কের পশ্চিম পার্শ্বের খাদে পড়ে যায়। এতে পরশুরাম রায়সহ ২০ বছর বয়স্ক এক বাসযাত্রী যুবকের ঘটনাস্থলেই মৃত্যুসহ অন্তত ২০জন নারী-পুরুষ বাসযাত্রী আহত হন। আহতদেরকে স্থানীয়দের পাশাপাশি ফুলবাড়ির দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনার পরপরই বিক্ষুদ্ধ এলাকাবাসী সড়ক প্রায় দুই ঘন্টাব্যাপী অবরোধ করে বিক্ষোভ প্রদর্শনসহ চালকের শাস্তি দাবি করেন। তবে সকলের চোখকে ফাঁকি দিয়ে বাসের চালক পালিয়ে যান। আহত বাস যাত্রী রুবিনা বেগম (৩৮), মাসুদ আহম্মেদ (৪৩) ও আনোয়ার হোসেন (৫০) বলেন, দিনাজপুর থেকে ছেড়ে বাসটির চালক ফুলবাড়ির রাঙ্গামাটি নামক স্থান থেকেই মোবাইল ফোনে কার সাথে যেন খোশ গল্পে মত্ত ছিলেন। যাত্রীরা বিষয়টি তাকে বারবার বলার পর সে মোবাইল ফোন বন্ধ না করে গল্প করার এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ওই পথচারিকে চাপা দেয়ার পরপরই বাসটি খাদের মধ্যে পড়ে গেলে ওই হতাহতের ঘটনা ঘটেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসিম হাবিব বলেন, দুর্ঘটার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদেরকে উদ্ধার করে। তবে নিহত অজ্ঞাত যুবকটির নাম পরিচয় এখনও উদ্ধার করা যায়নি। স্থানীয়রা সড়ক অবরোধ করেননি, দুর্ঘটনা ঘটলে সেখানে যানজট সৃষ্টি হয়। তেমনি সেখানেও তাই হয়েছে। যানজটের কারণে কিছু সময় ধরে যানবাহন চলাচল বন্ধ ছিল। একুশে সংবাদ // পপি // কাক // ২৬.০২.১৭

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1