সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বিশ্বজিৎ হত্যা : ডেথ রেফারেন্স কার্যতালিকায়

প্রকাশিত: ১১:১২ এএম, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
একুশে সংবাদ : পুরান ঢাকায় দরজি দোকানি বিশ্বজিৎ দাস হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারভিত্তিতে শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ করে দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। আজ রোববার বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় বিষয়টি শুনানির জন্য রয়েছে। কার্যতালিকায় ২০ নম্বর ক্রমিকে ডেথ রেফারেন্সটি শুনানির জন্য রয়েছে। সঙ্গে আসামিদের আপিল ও জেল আপিল রয়েছে। একটি সূত্র জানায়, গত সপ্তাহে অগ্রাধিকার ভিত্তিতে এই মামলার শুনানির জন্য বিচারপতি বেঞ্চ নির্ধারণ করে দেন। এর ধারাবাহিকতায় আজ বিষয়টি তালিকায় এল। ২০১২ সালের ৯ ডিসেম্বর দরজি দোকানি বিশ্বজিৎ দাসকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। দেশব্যাপী আলোড়ন তোলা ওই হত্যা মামলায় ২১ আসামির মধ্যে আটজনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তাঁদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১১ জন পলাতক। বাকি আটজন কারাগারে আছেন। এরা সবাই ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী। একুশে সংবাদ // এস এম  // প্রমা // ২৬.০২.২০১৭

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1