সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ভারতের দর্শকরা দেখবেন এই ১০ বাংলাদেশি ছবি

প্রকাশিত: ০১:৫৬ পিএম, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
একুশে সংবাদ : বাংলাদেশের নির্মাতাদের তৈরি ১০টি আলোচিত ছবি দেখবেন ভারতের কলকাতার দর্শকরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কলকাতায় হতে যাচ্ছে 'বাংলাদেশ চলচ্চিত্র উৎসব'। চার দিনের এ উৎসবে 'আয়নাবাজি'সহ ১০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ ও নন্দনের আয়োজনে উৎসব শুরু হবে ২১ ফেব্রুয়ারি, শেষ হবে ২৪ ফেব্রুয়ারি। উৎসবে উপস্থিত থাকবেন সংশ্লিষ্ট ছবিগুলোর অধিকাংশ শিল্পী ও নির্মাতা। নির্মাতা গৌতম ঘোষ উৎসবের উদ্বোধন করবেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের নির্মাতা মোরশেদুল ইসলাম। জানা গেছে, নন্দন হল ১ ও ৩ এ ছবিগুলো দেখানো হবে। উৎসবের পর্দা উঠবে আবু সাইয়ীদের 'কীর্তনখোলা' প্রদর্শনের মধ্য দিয়ে। প্রথম দিনের প্রদর্শনীতে আরও আছে মোরশেদুল ইসলামের 'অনিল বাগচীর একদিন'। দ্বিতীয় দিন দেখানো হবে আবু শাহেদ ইমনের 'জালালের গল্প' এবং অমিতাভ রেজার 'আয়নাবাজি'। তৃতীয় দিন থাকবে আহসান কবির লিটনের 'প্রত্যাবর্তন' ও মোরশেদুল ইসলামের 'আমার বন্ধু রাশেদ'। শেষ দিন (২৪ ফেব্রুয়ারি) উৎসবে দেখানো হবে শবনম ফেরদৌসীর প্রামাণ্যচিত্র 'ভাষাজয়ীতা', খন্দকার সুমনের 'পৌনঃপুনিক', তাসমিয়া আফরিন মৌয়ের 'কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দী' ও নুরুল আলম আতিকের 'ডুবসাঁতার'। একুশে সংবাদ // পপি // নদি // ১৯-০২-১৭

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1