সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

রাজবাড়ী থেকে রাত ১০টায় ভারত যাবে ট্রেন

প্রকাশিত: ০১:৩৩ পিএম, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
একুশে সংবাদ : রাজবাড়ী থেকে আজ রাত ১০টায় ২১০০যাত্রী নিয়ে ভারতের মেদিনীপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে ২২ বগির ওরশ স্পেশাল ট্রেন। ১১৫ বছর ধরে আঞ্জুমান-ই-কাদেরীয়া রাজবাড়ীর উদ্যোগে প্রতি বছর একবার করে ভারতে আসা যাওয়া করছে এ স্পেশাল ট্রেনটি। এ স্পেশাল ট্রেনের যাত্রীদের নেতৃত্ব দিবেন আঞ্জুমান-ই-কাদেরীয়া রাজবাড়ীর সভাপতি কাজী ইরাদত আলী। তিনি জানান, ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)এর ৩৩তম ও বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী (আঃ)এর ২০তম অধস্তন পবিত্র বংশধর ‘হযরত আলী আব্দুর কাদের সামশুল কাদের সৈয়দ শাহ্ মোরশেদ আলী আল-কাদেরী আল হাসানী ওয়াল হুসাইনী আল্ বাগদাদী আল মেদিনীপুরী (আঃ)’-এর ১১৬তম বার্ষিক পবিত্র ওরশ শরীফ আগামী বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে মেদিনীপুরের মির্জা মহল্লায় অবস্থিত জোড়া মসজিদে উদযাপিত হবে। ওই ওরশ শরীফে শরীক হওয়ার জন্য ২১০০ যাত্রী নিয়ে আজ সোমবার রাত ১০টায় রাজবাড়ী রেলস্টেশন থেকে ছেড়ে যাবে ওরশ স্পেশাল ট্রেন। এসব যাত্রীদের মধ্যে রয়েছে ৮০জন স্বেচ্ছাসেবক ও চিকিৎসকসহ ১১৪৫জন পুরুষ, নারী ৮৫৩জন ও ৮৫জন শিশু। পবিত্র ওরশ শরীফ শেষে শুক্রবার স্পেশাল ট্রেনটি পুনরায় রাজবাড়ীতে ফিরে আসবে। ওরশ যাত্রীদের মধ্যে রাজবাড়ী, পাবনা, ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার আঞ্জুমান-ই-কাদেরীয়ার মুরিদানগণ রয়েছেন। তিনি আরো জানান, বাংলাদেশ ও ভারত সরকার যৌথভাবে ১৯০২ সাল থেকে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর ওরশ যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে এই ওরশ স্পেশাল ট্রেনটি চালুর ব্যবস্থা করেন। এরই ধারাবাহিকতায় বিগত ১১৫বছর ধরে রাজবাড়ী থেকে ওরশ স্পেশাল ট্রেনটি আসা যাওয়া করছে। একুশে সংবাদ // পপি // বিবা // ১৪.০২.১৭

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1