সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুরের জন্মদিন আজ

প্রকাশিত: ০১:৪৪ পিএম, ফেব্রুয়ারি ২, ২০১৭
একুশে সংবাদ : স্বাধীনতা যুদ্ধের অগ্রনায়ক বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমানের জন্মদিন আজ। প্রতিবছর নীরবে নিভৃতে তার পরিবার পালন করে আসছে জন্মদিন। ১৯৫৩ সালের এই দিনে ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোর্দ্দ খালিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা আব্বাস আলী মন্ডল, মাতা মোসাম্মৎ কায়সুন্নেসা। তিনি খালিশপুর প্রাথমিক বিদ্যালয় এবং পরবর্তীকালে স্থানীয় নাইট স্কুলে সামান্য লেখাপড়া করেন। একাত্তরে মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখার জন্য তাকে বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয়। মাত্র ১৮ বছর বয়সে শহীদ হওয়া হামিদুর রহমান সাতজন বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্ত শহীদ মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বকনিষ্ঠ। ১৯৭০ সালের কথা। দেশ তখন স্বাধিকারের আন্দোলনে মুখরিত। ঠিক সেই সময় হামিদুর যোগ দিলেন সেনাবাহিনীর সিপাহী পদে। তার প্রথম ও শেষ ইউনিট ছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। সেনাবাহিনীতে ভর্তির পরই প্রশিক্ষণের জন্য তাকে পাঠানো হলো চট্টগ্রামের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারে। ২৫ মার্চের রাতে চট্টগ্রামের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও সেখানকার আরও কয়েকটি ইউনিটের সমন্বয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে মুক্তিযুদ্ধে অংশ নেয় তারা। ২৫ মার্চের রাতে হামিদুর রহমান শেষবারের মতো মায়ের সাথে দেখা করতে যান। বাড়ি ছেড়ে যাবার সময় মাকে বলেন, ঈদে খরচ পাঠাবো। কোনো চিন্তা করো না। মা তার ছেলের কথার কোনো প্রতিউত্তর করেননি। কিন্তু মনে এসেছিল তার নানান চিন্তা। দু’ মাসও হয়নি হামিদুর মিলিটারিতে ভর্তি হয়েছে। এরই মধ্যে রাতের বেলা বাড়ি এল কেন? আবার চুপিচুপি ভোর রাতে চলেই বা যাচ্ছে কেন? হামিদুরের চেহারা ছিল উদ্ভ্রান্তের মতো। একটা পুরনো লুঙ্গি আর শার্ট পরে বাড়ি এসেছে, সে কীভাবে সংসারের অভাব ঘুচাবে, ঘরের চালে নতুন ছন দেবে, ভাই-বোনদের কীভাবে দেবে নতুন জামাকাপড়? মা কায়ছুন্নেসা শত প্রশ্ন মনে এলেও সেদিন ছেলেকে মুখ ফুটে বলতে পারেননি কিছুই। মনের ভেতর ভয় আর উদ্বেগ নিয়ে দোয়া পড়ে ছেলের মাথায় ফুঁ দিয়ে সেদিন তিনি ছেলেকে বিদায় দিয়েছিলেন। এরপর ১৯৭১ সালের অক্টোবরের কথা। সিলেটের শ্রীমঙ্গল হতে দশ মাইল দক্ষিণে ধলই সীমান্ত ঘাঁটি। এরই মধ্যে চা বাগানের মাঝে আস্তানা গেড়েছে পাকহানাদার বাহিনী। মাত্র চারশো গজ দূরে ভারতীয় সীমান্ত। চা বাগানেই বাঙ্কার করে এক শক্ত অবস্থান নিয়ে বসে আছে পাকিস্তানি হানাদাররা। ২৮ অক্টোবরের ভোররাত। চারদিকে সুনসান নীরবতা। সেখানে জেগে আছে মুক্তিবাহিনীর একটি ইউনিট। এই ইউনিটটি ছিল জেড ফোর্সের অধীনস্থ। এই ইউনিটটির ওপরই দায়িত্ব পড়েছে পাকিস্তানি দখলদার বাহিনীকে হটিয়ে ধলই সীমান্ত ঘাঁটি দখল নেয়ার। পরিকল্পনা অনুযায়ী ভোরারাতেই আক্রমণ করা হবে ঘাঁটিটি। লেফটেন্যান্ট কাইয়ুম এ অভিযানের নেতৃত্বে আছেন। সারা রাত চলেছে আক্রমণের প্রস্তুতি। মুক্তিবাহিনীর এই দলটি হানাদার বাহিনীর তুলনায় অনেক ছোট হলে কী হবে- সাহসে, দেশপ্রেমে তারা অনেক বড়, অনেক অগ্রগামী। তাদের অস্ত্রশস্ত্রও হানাদার বাহিনী অপেক্ষা যথেষ্ট অনাধুনিক৷ এই দলেরই তরুণ যোদ্ধা হামিদুর রহমান। যুদ্ধ শুরু হবার মাত্র কয়েক মাস আগে তিনি যোগ দিয়েছিলেন সেনাবাহিনীতে। দুর্দান্ত সাহসী, দৃঢ়চিত্ত, অসম্ভব পরিশ্রমী এই তরুণ দেশপ্রেমে গরীয়ান। মাঝারি গড়নের সুঠাম দেহের অধিকারী এই তরুণের মনের জোর অসম্ভব। অধিনায়কের আদেশে শেষবারের মতো শত্রুসেনার অবস্থান দেখে নেয়ার জন্য চুপিসারে একটা গাছে উঠলেন হাবিলদার নজরুল। ঠিক তখনই পাকিস্তানি বাহিনীর রাইফেল গর্জে উঠল। অধিনায়ক লেফটেন্যান্ট কাইয়ুম বুঝে ফেললেন, শত্রুরা তাদের উপস্থিতি টের পেয়ে গেছে। এ সময় তাদের সাথে পাল্টা আক্রমণে গেলে ক্ষতিই হবে। আক্রমণ করতে হবে শত্রুর লক্ষ্য পরিবর্তন করে তারপর। এই ভেবে ওয়্যারলেসে গোলন্দাজ বাহিনীর অফিসারের সঙ্গে কথা বললেন। গোলন্দাজ বাহিনীকে বললেন শত্রুবাহিনীর ঘাঁটিতে গোলাবর্ষণ করতে, তাহলেই হয়তো শক্রর লক্ষ্য বদলে যেতে পারে৷ এই সুযোগে পদাতিক বাহিনী আক্রমণ সূচনা করবে। কিছুক্ষণ পরই বাঙালি গোলন্দাজ বাহিনীর কামান গর্জে উঠল। গোলাবর্ষণ শুরু হয়ে গেল ধলই ঘাঁটির ওপর। বিপুল গোলাবর্ষণে ঘাঁটিতে আগুন ধরে গেল। এই আক্রমণে হানাদারদের মনোবল ভেঙে পড়ল। তারা লেগে গেল আগুন নেভানোর কাজে। সামান্য দমে গেল তাদের গুলিবর্ষণ এই সুযোগে ডান দিক, বাম দিক ও পেছন থেকে আক্রমণ করল তিন প্লাটুন মুক্তিযোদ্ধা। একটি প্লাটুন ঘাঁটির কাছাকাছি পৌঁছতেই ঘটে সর্বনাশ। হানাদার বাহিনী আগেই মাইন পেতে রেখেছিল। মাইন ফেটে ছিন্নভিন্ন হয়ে গেল বেশ কয়েকজন মুক্তিযোদ্ধার দেহ। আহত কয়েকজন মুক্তিযোদ্ধা মৃত্যুর সাথে লড়তে লাগলেন। রক্তে রক্তে লাল হয়ে গেল মাটি। কিন্তু এত মৃত্যুর পরও পেছনে হটার কোনো সুযোগ নেই। ঘাঁটি দখল করতেই হবে। এক পর্যায়ে হতাহতের সংখ্যা আরও বেড়ে গেল। মুক্তিযোদ্ধারা আরও অগ্রসর হলেন। কিন্তু ঘাঁটির কাছে এসেও তারা শুধু একটি কারণে ঠিক সুবিধা করতে পারছেন না। বিওপির দক্ষিণ-পশ্চিম কোণের একটি এলএমজিই এর প্রধান কারণ। এটি থেকে মুহুর্মুহু ঝাঁকে ঝাঁকে বেরিয়ে আসছে বুলেট। এদিকে ঘন গাছগাছালির কারণে মুক্তিযোদ্ধারাও সঠিকভাবে তাদের মেশিনগান চালাতে পারছে না। সামনের এগোতে হলে অবশ্যই সেই এলএমজিটা থামিয়ে দিতে হবে। লে. কাইয়ুম সিদ্ধান্ত নিলেন, যেভাবেই হোক ওই এলএমজিটা থামাতেই হবে। তিনি সহযোদ্ধা সিপাহী হামিদুর রহমানকে ডেকে বললেন, ওই এলএমজিটা থামাতেই হবে। -ইয়েস স্যার। -এ কাজটা তোমাকেই করতে হবে। -জি আচ্ছা স্যার -পারতেই হবে কিন্তু। - জীবনবাজি, স্যার। সাথে সাথে প্রস্তুত হয়ে গেলেন সিপাহী হামিদুর রহমান। টগবগ করে উঠল শরীরের রক্ত। আদেশ পালনের জন্য তিনি মরিয়া হয়ে ওঠলেন। এখন তার একটাই লক্ষ্য, ওই এলএমজিটা থামাতেই হবে। আঠারো বছরের এক উদ্দীপ্ত তরুণ শপথ করলেন জীবনবাজি রেখে। বিদায়ের সময় মাকে বলে এসেছিলেন, দেশকে শত্রুমুক্ত করে বাড়ি ফিরব। বুকে হেঁটে হেঁটে এগিয়ে যেতে লাগলেন এলএমজিটার দিকে। বুকের নিচে কঠিন মাটি, ডানে-বায়ে-উপরে সমানে চলছে গুলি। মাটির নিচ থেকে যে কোনো সময় ফুটতে পারে মাইন। উভয় পক্ষের আগ্নেয়াস্ত্রগুলো গর্জে উঠছে মুর্হুমুর্হু। এসব উপেক্ষা করে মৃত্যুকে পরোয়া না করে সিপাহী হামিদুর রহমান এসে পড়লেন একেবারে এলএমজিটার কাছাকাছি। দেখলেন, এলএমজিটার পেছনেই দুজন পাকিস্তানী সেনা। একা দুজনকে কাবু করতে পারবে তো! পারতেই হবে। এক মুহূর্ত দ্বিধা করলেন না তিনি। ঝাঁপিয়ে পড়লেন এলএমজি পোস্টের ওপর। এলএমজি চালনায় নিয়োজিত দুই পাকিস্তানি সেনার সাথে শুরু হলো ধ্বস্তাধস্তি। একসময় থেমে গেল এলএমজিটা। মুক্তিসেনারা ঝড়ের গতিতে ঢুকে গেলেন ধলই সীমান্ত ঘাঁটিতে। বিজয়ী মুক্তিযোদ্ধারা এলএমজি পোস্টের কাছে দৌড়ে এসে পেলেন শহীদ হামিদুর রহমানের মৃতদেহ। তার পাশেই মৃত অবস্থায় পড়ে আছে দুই পাকসেনা। ধলাই বর্ডার আউটপোস্ট দখল হলো কেবল সিপাহী হামিদুর রহমানের কারণেই। সহযোদ্ধারা এই শহীদের মরদেহ বয়ে নিয়ে ভারতের আমবাসা গ্রামে দাফন করেন। বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমানের মা-বাবা কেউ আজ আর বেঁচে নেই। তার মা একবার ছেলের স্মৃতিচারণ করতে গিয়ে বলেছিলেন, ছোটবেলা অসম্ভব পরিশ্রমী আর সাহসী ছিলেন তিনি। ভালো হা-ডু-ডু খেলতেন। সমাজসেবামূলক কাজেও ছিলেন বেশ উৎসাহী। গ্রামের কেউ মারা গেলে দাফনের কাজে তাকেই দেখা যেত সবার আগে। সিপাহী হামিদুর রহমানের গ্রাম খোর্দ্দ খালিশপুর পরিবর্তন করে রাখা হয়েছে হামিদনগর। এই শহীদের স্মৃতি রক্ষার্থে তার গ্রামে লাইব্রেরি ও স্মৃতি জাদুঘর নির্মাণ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমানের নামে মৌলভীবাজারের ধলই ফাঁড়িতে একটি স্মৃতিসৌধ রয়েছে। এক নিভৃত অঞ্চলে অবস্থিত বলে স্মৃতিসৌধটি পড়ে গেছে লোকচক্ষুর আড়ালে। কিন্তু বাঙালির হৃদয়ে তিনি অমর, অক্ষয় ও চিরজাগ্রত। তিনি আমাদের পতাকা ও মানচিত্রের ঐশ্বর্য। স্বাধীনতার ৩৬ বছর পর ১০ ডিসেম্বর ২০০৭ ভারতের আমবাসা গ্রাম থেকে বীরশ্রেষ্ঠ হামিদুরের দেহাবশেষ দেশে নিয়ে আসেন তৎকালীন সরকারের একটি বিশেষ টিম। তারা বীরশ্রেষ্ঠ হামিদুরের দেহাবশেষ দেশে এনে তা মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করেন। স্বাধীন দেশের এক স্থপতিকে স্বাধীন মাটিতে দাফন করে বাংলাদেশের মাটি হয়েছে ধন্য। একুশে সংবাদ // পপি // বিবা // ০২.০২.১৭

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1