সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ভারতীয় তিন টিভি চ্যানেল সম্প্রচার বন্ধের রায় আজ

প্রকাশিত: ১১:৩১ এএম, জানুয়ারি ২৯, ২০১৭
একুশে সংবাদ : বাংলাদেশে ভারতীয় তিন টিভি (স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা) চ্যানেলের সম্প্রচার বন্ধের প্রশ্নে দায়েরকৃত রিটের ওপর আজ রবিবার রায় ঘোষণা করবে হাইকোর্ট। উভয়পক্ষের শুনানি গ্রহণ করে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের ডিভিশন বেঞ্চ বুধবার রায়ের জন্য এই দিন ধার্য করে দিয়েছিলেন। প্রসঙ্গ ন্যাশন ওয়াইড মিডিয়া লিমিটেড এবং ডিজি যাদু ব্রডব্যান্ড লিমিটেড নামে দুটি ডিস্ট্রিবিউটর সংস্থা বাংলাদেশে ৫০টি বিদেশি চ্যানেল সম্প্রচার করে থাকে। এর মধ্যে ওই তিনটি চ্যানেল অন্যতম। ২০১৪ সালের জুলাইয়ে রোজার ঈদকে সামনে রেখে স্টার জলসায় প্রচারিত ‘বোঝেনা সে বোঝেনা’ সিরিয়ালের পাখি চরিত্রের নামে পোশাক কিনতে না পেরে বাংলাদেশে বেশ কয়েকটি আত্মহত্যার ঘটনা ঘটে। এ নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী শাহিন আরা লাইলী ওই তিন টিভি চ্যানেল বাংলাদেশে সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন। রিটের রুলে বাংলাদেশে ভারতীয় তিন টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষ, রিটকারী ও চ্যানেল ডিস্ট্রিবিউটর সংস্থার পক্ষে আইনজীবীরা অংশ নেন। একুশে সংবাদ // পপি // ইফা // ২৯-০১-১৭

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1