সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আওয়ামী লীগের বহুল আলোচিত সম্মেলনে অগ্নি পরীক্ষায় যারা

প্রকাশিত: ০৭:২৮ পিএম, অক্টোবর ২১, ২০১৬
একুশে সংবাদ  :  শনিবার শুরু হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের বহুল আলোচিত সম্মেলন। নানা কারণে তৃতীয় দফা পিছানো এ সম্মেলনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের হিসাব-নিকাশের পাল্লাও ভারি। কয়েক দফায় ঘুরেফিরে যাদের নাম উঠে আসছে, এখন শেষ সময়ে তারাও মুখোমুখি হতে যাচ্ছেন ‘অগ্নি’ পরীক্ষায়। এদিকে, বর্তমান কমিটির অনেক নেতারাই পদ হারানোর ভয়ে ছুটছেন দলের নীতি-নির্ধারক ও প্রভাবশালী নেতাদের দ্বারে দ্বারে। নতুনরাও থেমে নেই, তারাও একইভাবে পুরাতনদের পথ অনুসরণ করে চলছেন। তাদের মধ্য ছাত্রলীগের সাবেক নেতারাই এগিয়ে আছেন দলের কেন্দ্রীয় কমিটিতে পদচারণের জন্য। তবে, দলের নীতি-নির্ধারক ও শীর্ষ নেতাদের বক্তব্যেই স্পষ্ট যে, এবারের জাতীয় সম্মেলনের মধ্যে দিয়ে নতুন নেতৃত্বে কারা আসছেন। দুটি বিষয়ে গুরুত্ব দিয়ে নতুন কমিটি গঠনের চিন্তাভাবনা চলছে। সেগুলো হলো আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং আগামী দিনের জন্য যোগ্য নেতৃত্ব গড়ে তোলা। ছাত্রলীগের সাবেক নেতাদের অগ্নি পরীক্ষায় যারা: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক শাকিল, সাবেক সভাপতি লিয়াকত শিকদার, ভারপ্রাপ্ত সভাপতি প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, শাহে আলম, ইকবালুর রহিম, ইসাহাক আলী খান পান্না, বাহাদুর বেপারি, অজয় কর খোকন ও নজরুল ইসলাম বাবু, আব্দুল মান্নান, মাহমুদ হাসান রিপন ও মাহাফুজুল হায়দার চৌধুরী রোটন। দলের সহযোগী সংগঠনের নেতাদের অগ্নি পরীক্ষায় যারা: যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাউছার, সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার, সাধারণ সম্পাদক অপু উকিল ও যুগ্ম-সম্পাদক কোহেলী কুদ্দুস মুক্তি। মান্ত্রিসভায় থেকে অগ্নি পরীক্ষায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এছাড়া, নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইসরাফিল আলম, প্রয়াত আব্দুর রাজ্জাকের ছেলে নাহিম রাজ্জাক ও আহসানুল্লাহ মাস্টারের ছেলে জাহিদ হাসান রাসেল রয়েছেন অগ্নি পরীক্ষায়। দলের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফ ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন কেমন নেতা নির্বাচন করছে দলটি। তিনি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে যারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন, দেশের উন্নয়নে কাজ করবেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ নামক অপশক্তি প্রতিহতের মাধ্যমে দেশের ভাবমূর্তি বর্হিবিশ্বে তুলে ধরবেন তাদেরকেই আগামীর নেতা হিসেবে মনোনীত করবে আওয়ামী লীগ। প্রেসিডিয়াম সদস্য ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একবার নয়, একাধিকবার বলেছেন, আওয়ামী লীগের প্রতিটি সম্মেলন জাতির জন্য গুরুত্বপূর্ণ, তবে এবারের সম্মেলন দলের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে।যার নতুন কমিটি হবে নবীন-প্রবীণের সমন্বয়ে। দুই দিনব্যাপী এই সম্মেলনকে ঘিরে নানা আয়োজনের প্রস্তুতিও প্রায় শেষ। কাউন্সিলর, ডেলিগেট ও আমন্ত্রিত অতিথিসহ সারাদেশ থেকে নেতাকর্মীরাও আসতে শুরু করেছেন রাজধানী ঢাকায়। সভাপতিমণ্ডলীতে অগ্নি পরীক্ষায় ৯: দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই এবং সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহ, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। এই তিনজনই বর্তমানে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য। এ ছাড়াও অন্তর্ভুক্ত হওয়ার জোরালো সম্ভাবনা আছে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং দলের দুই যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ ও দীপু মনির। সম্পাদকমণ্ডলীর সদস্য মুহম্মদ ফারুক খান, ড. আব্দুর রাজ্জাক, আসাদুজ্জামান নূর, নুরুল ইসলাম নাহিদেরও সভাপতিমণ্ডলীতে স্থান পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভূমিমন্ত্রী ও পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুর রহমান শরিফ ডিলুকেও দেখা যেতে পারে সভাপতিমণ্ডলীতে। ভাগ্য খুলতে, অগ্নি পরীক্ষায় যারা: প্রবীণ তিন নেতা আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ ও সুরঞ্জিত সেনগুপ্তকে ফিরিয়ে আনা হতে পারে সভাপতিমণ্ডলীতে। বর্তমানে এই তিন নেতা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। পদবী পরিবর্তন, অগ্নি পরীক্ষা যারা: তিন যুগ্ম সাধারণ সম্পাদকের মধ্যে মাহবুব-উল-আলম হানিফ ও দীপু মনির পদোন্নতি হচ্ছে। দলের সাত সাংগঠনিক সম্পাদকের মধ্যে আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও খালিদ মাহমুদ চৌধুরী পদোন্নতি পেতে যাচ্ছেন। তাদের যুগ্ম সাধারণ সম্পাদক করা হচ্ছে। সম্পাদকমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, মুহম্মদ ফারুক খান, নুরুল ইসলাম নাহিদ, আসাদুজ্জামান নূর, অসীম কুমার উকিলেরও পদোন্নতি ঘটছে। দলীয় সূত্রমতে আসাদুজ্জামান নূর ও নুরুল ইসলাম নাহিদের মধ্যে যেকোনো একজন সভাপতিমণ্ডলীতে স্থান পাচ্ছেন। পরীক্ষায় রয়েছেন সদস্যেদের যারা: যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মির্জা আজম, সুজিত রায় নন্দী, আমিনুল ইসলাম আমিন, নসরুল হামিদ বিপু, এস এম কামাল কার্যনির্বাহী পদ থেকে গুরুত্বপূর্ণ পদে আসার সম্ভাবনা রয়েছে। নারী নেতৃত্ব: অগ্নি পরীক্ষায় যারা: মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক অপু উকিল, ফজিলাতুন্নেছা বাপ্পি এমপি, নাটোর পৌরসভার সাবেক মেয়র উমা চৌধুরী, শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর মেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নুজহাত চৌধুরী, শহিদুল্লাহ কায়সারর মেয়ে শমী কায়সার।   একুশে সংবাদ ডটকম//এমএ//২১-১০-২০১৬

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1