সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

প্রত্যন্ত অঞ্চলের মানুষ ডিজিটাল সেবা পাচ্ছে প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৪:৩৬ পিএম, অক্টোবর ১৯, ২০১৬
একুশে সংবাদ :  ইউনিয়ন পরিষদে ইন্টারনেট চালু করায় প্রত্যন্ত অঞ্চলের মানুষ ডিজিটাল সেবা পাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের সাড়ে ৭ বছরের শাসনে আইসিটি খাতে ব্যাপক পরিবর্তন এসেছে। ইতোমধ্যে দেশের সব জেলায় থ্রি-জি চালু হয়েছে। তিনি বলেন, ২০১৭ সালে আমরা ফোর-জি নেটওয়ার্ক চালু করবো। দেশে আজ প্রায় ১৩ কোটি মোবাইল সিম ব্যবহার হচ্ছে। ৬ কোটি ৪০ লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। ‘ননস্টপ বাংলাদেশ’প্রতিপাদ্য নিয়ে আজ বুধবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হওয়া ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সম্প্রতি জাতিসংঘে আইসিটি ফর ডেভেলপমেন্ট আন্তর্জাতিক পুরস্কার অর্জনের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, মা হিসেবে সজীব ওয়াজেদ জয়ের কৃতিত্বে আমি গর্বিত। গতরাতেও আমি তার কাছ থেকে কিছু বিষয় শিখেছি। প্রতিনিয়তই শিখছি। প্রধানমন্ত্রী বলেন, সাইবার সিকিউরিটিতে আমাদের সক্ষমতা বাড়াতে হবে। যাতে করে কেউ ডিজিটাল সুবিধা ব্যবহার করে অপরাধ করতে না পারে। আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্থ হাতিয়ে নিতে না পারে। তাই আমরা সাইবার অ্যাক্ট ২০১৬ প্রণয়ন করতে যাচ্ছি। তিনি বলেন, বর্তমান সরকারের সাড়ে ৭ বছর আইসিটি খাতে ব্যাপক পরিবর্তন এসেছে। যে ব্যান্ডউইথের দাম ২০০৭ সালে ৭৬ হাজার টাকা ছিল তা কমিয়ে বর্তমানে ৬২৫ টাকায় নামিয়ে আনতে সক্ষম হয়েছি। প্রধানমন্ত্রী বলেন, জনগণের বিপুল ম্যানডেট নিয়ে ২০০৯ সালে আমরা আওয়ামী লীগ সরকার গঠন করি। সরকার গঠন করার পর বিএনপি জামায়াতে সর্বোচ্চ লুটপাটের চিহ্ন মুছে ফেলে উন্নয়নের এক মহাপরিকল্পনা গ্রহণ করি। এই মহাপরিকল্পনার বাস্তবায়নে তথ্য প্রযুক্তি ও টেলিযোগাযোগ কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধনের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে একত্র করে একক মন্ত্রণালয় গঠন করি।   উল্লেখ, ঢাকায় ডিজিটাল ওয়ার্ল্ড সম্মেলন আজ ১৯ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ২১ অক্টোবর পর্যন্ত। এবার এতে স্পন্সর হিসেবে অংশ নিচ্ছে মাইক্রোসফট। এ সম্মেলনে আয়োজিত ছয়টি সেমিনারে বক্তব্য দিতে ঢাকায় এসেছেন মাইক্রোসফটের উচ্চপদস্থ ছয় কর্মকর্তা। একুশে সংবাদ ডটকম//এমএ//১৯-১০-২০১৬

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1