সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

অবৈধ সম্পদ অর্জনে এমপি বদির মামলার রায় ২ নভেম্বর

প্রকাশিত: ০৪:০৩ পিএম, অক্টোবর ১৯, ২০১৬
একুশে সংবাদ :  সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে দুদকের করা মামলায় রায়ের জন্য আগামী ২ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। বুধবার মামলাটিতে বদির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার রায়ের জন্য এদিন ঠিক করেন। এ সময় আদালতে হাজির ছিলেন বদি। এর আগে গত ১০ আগস্ট দুদকের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। মামলাটিতে ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর বদির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ২০১৪ সালের ২১ আগস্ট এমপি বদির বিরুদ্ধে দুদকের উপপরিচালক মোহাম্মদ আব্দুস সোবহানের দায়ের করা ওই মামলায় নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামার বাইরে ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা অবৈধ সম্পদ থাকার অভিযোগ পাওয়া যায়। অভিযোগে আরো বলা হয়, তার সম্পদ ৩৫১ গুণ বৃদ্ধি পেয়েছে এবং পাঁচ বছরে তার আয় ৩৬ কোটি ৯৬ লাখ ৯৯ হাজার ৪০ টাকা হয়েছে। হলফনামা অনুসারে তার বার্ষিক আয় ৭ কোটি ৩৯ লাখ ৩৯ হাজার ৮০৮ টাকা। আর বার্ষিক ব্যয় ২ কোটি ৮১ লাখ ২৯ হাজার ৯২৮ টাকা। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে জমা দেওয়া হলফনামায় এমপি বদির বার্ষিক আয় ছিল ২ লাখ ১০ হাজার ৪৮০ টাকা। ব্যয় ছিল ২ লাখ ১৮ হাজার ৭২৮ টাকা। ওই সময় বিভিন্ন ব্যাংকে তার মোট জমা ও সঞ্চয়ী আমানত ছিল ৯১ হাজার ৯৮ টাকা। ২০১৫ সালের ৭ মে দুদকের উপপরিচালক মঞ্জিল মোর্শেদ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।     একুশে সংবাদ ডটকম//এমএ//১৯-১০-২০১৬

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1