সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে মোদির টুইট

প্রকাশিত: ০৪:০৪ পিএম, অক্টোবর ১৬, ২০১৬
একুশে সংবাদ : ব্রিকস-বিমসটেক লিডারস আউটরিচ’ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের গোয়ায় পৌঁছার পর পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে বাংলা ও ইংরেজিতে দু’টি টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান ভারতীয় সময় বেলা পৌনে ১১টায় ভারতীয় নৌবাহিনীর ঘাঁটিতে অবতরণ করে। স্থানীয় সময় সকাল ১১.২৭ মিনিটে বাংলায় লেখা টুইটে তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী, শেখ হাসিনা, আমার আতিথিয়তা গ্রহণ করায় আমি সম্মানিত। ভারত এবং বাংলাদেশের সম্পর্ককে মজবুত করার জন্য আপনার ভূমিকাকে ধন্যবাদ জানাই। ইংরেজিতে লেখা টুইটে তিনি লিখেছেন, Honoured to host you PM Hasina for BRICS-BIMSTEC Outreach Summit. We cherish the strong ties between India & Bangladesh & applaud your role. নরেন্দ্র মোদির ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে গিয়ে দেখা যায়, সেখানে তিনি নিয়মিতই সম্মেলনের আপডেট দিয়ে যাচ্ছেন। সর্বশেষ টুইটগুলোর মধ্যে ভুটানের প্রধানমন্ত্রী ও শ্রীলঙ্কার প্রেসিডেন্টকেও একইভাবে স্বাগত জানিয়েৃছেন তিনি। ভারতের দক্ষিণ-পঞ্চিমাঞ্চলীয় রাজ্য গোয়ায় শুরু হওয়া ব্রিকস-বিমসটেক আউটরিচ সামিটে যোগ দিতে রোববার (১৬ অক্টোবর) সকালে সেখানে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।     একুশে সংবাদ ডটকম//এমএ//১৬-১০-২০১৬

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1