সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আলোচনার কেন্দ্রবিন্দু শুধুমাত্র জয় , নেই ববি

প্রকাশিত: ০৬:৪৮ পিএম, অক্টোবর ১৫, ২০১৬
একুশে সংবাদ :  একুশে সংবাদ : বঙ্গবন্ধুর দুই দৌহিত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় এবং শেখ রেহানাপুত্র রেদওয়ান মুজিব সিদ্দিক ববি। দুই জনই আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের কাউন্সিলর। জয় সম্মেলনে প্রতিনিধিত্ব করবেন রংপুরের কাউন্সিলর হিসেবে এবং ববি প্রতিনিধিত্ব করবেন ঢাকা মহানগর উত্তরের কাউন্সিলর হিসেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়কে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে কী পদে রাখা হবে এমন প্রশ্ন এখন দলের নেতাকর্মীদের মুখে মুখে। কিন্তু বঙ্গবন্ধুর আরেক দৌহিত্র শেখ রেহানাপুত্র রেদওয়ান মুজিব সিদ্দিকী ববি নিয়ে নেই কোন আলোচনা। আলোচনার কেন্দ্রবিন্দু শুধুমাত্র জয়। সম্মেলনের তারিখ যতই ঘনিয়ে আসছে জয়কে নিয়ে আলোচনা ততই বেগবান হয়ে উঠেছে। জয়কে দলে কোথায় রাখা হবে না নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। দলীয় নেতাকর্মীদের অনেকই বলছেন জয়কে যুগ্ম সাধারণ সম্পাদক করা হতে পারে। আবার কেউ কেউ বলছেন, জয়কে এবার এক নম্বর সদস্য করা হতে পারে। ধাপে ধাপে তাকে আওয়ামী লীগ প্রধান করা হবে। জয় সম্পর্কে দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, জয়কে দলীয় পদে আনা হলে সে আওয়ামী লীগের সম্পদে পরিণত হবেন। কিন্তু ববিকে নিয়ে কোনো নেতার মুখে শোনা যায়নি কোনো আলোচনা। এদিকে, আওয়ামী লীগের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার মন্তব্য হলো শেখ হাসিনা জয়কে যে পদেই আনবেন সাধারণ নেতাকর্মীরা তা মেনে নেবে। মেধা, যোগ্যতা, আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতি জয়কে অনেক উচ্চতায় দাঁড় করিয়েছে। এদিকে অনেক দিন ধরে দেশে থাকা ববিও নিজের যোগ্যতার যথেষ্ট প্রমাণ দিচ্ছেন আওয়ামী লীগের গবেষণাধর্মী প্রতিষ্ঠান সেন্টার ফর রিচার্স অ্যান্ড ইনফরমেশনে। দলের কেন্দ্রীয় কমিটিতে জয়ের অংশগ্রহণ নিয়ে আওয়ামী লীগের ভেতরে কার্যত প্রকাশ্যে কোনো দ্বিমত নেই। তবে প্রবীণ নেতারা জয়ের সম্ভাব্য উচ্চপদ প্রাপ্তিকে কিভাবে নেবেন, তা নিয়ে সন্দেহের অবকাশ থেকেই যাচ্ছে। পঞ্চাশ বা তার নিচের বয়েসের নেতারা জয়কে বেশ সাদরেই গ্রহণ করতে রাজি আছেন। এখন তাদের সংখ্যাই দলে বেশি। তবে আওয়ামী লীগের জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলের যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে এখনও সভাপতি শেখ হাসিনা প্রবীণ নেতাদের মতামতকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন। সম্মেলনে আওয়ামী লীগের নতুন কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচনের সঙ্গে যুক্ত দলের একটি সূত্র জানিয়েছে, সজিব ওয়াজেদ জয় নিজে কেন্দ্রীয় কমিটির পদে যেতে আগ্রহী নন। সমর্থকদের অনেকেই সংবাদের এই ভাষ্যে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, জয় যদি এখনই দলের সামনের সারির দায়িত্বে না আসেন তবে দল পিছিয়ে পড়বে। আর রাজনীতির কেন্দ্রীয় চরিত্রে উঠে আসার এটাই সঠিক সময়। মুক্তিযুদ্ধের সময় জন্মগ্রহণকারী জয় বড় পদ পেলে নিজ অভিজ্ঞতার আলোকে দলকে কিছু দিতে পারবেন বলে মনে করেন সমর্থকরা। দলীয় নেতাকর্মীদের কাছে শেখ হাসিনার অবর্তমানে আওয়ামী লীগের প্রধান হবেন জয় এটি স্পষ্ট হয়ে উঠেছে। আসন্ন কাউন্সিলে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে জয়ের আগমন প্রত্যাশা করছেন সারাদেশের নেতাকর্মীরা।     একুশে সংবাদ ডটকম//এমএ//১৫-১০-২০১৬

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1