সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

শার্শায় চেয়ারম্যানের পৌষ্য সন্ত্রাসীরা পিটিয়ে জখম করল নারী সহ ৫ হত-দরিদ্রকে

প্রকাশিত: ০৬:৩২ পিএম, অক্টোবর ৮, ২০১৬
 যশোর প্রতিনিধি : হত দরিদ্রদের জন্য দেয়া রেশন কার্ড বিতরনে অনিয়মের প্রতিবাদ করায় শার্শার পল্লীতে চেয়ারম্যানের পৌষ্য সন্ত্রাসীরা পিটিয়ে জখম করল নারী সহ ৫ ব্যক্তিকে। জখমী ব্যক্তিদের শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তী করা হলে ৩ ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তী করা হয়েছে । ঘটনার বিবরনে জানা যায়, শার্শার লক্ষনপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামে সরকার কতৃক বরাদ্ধকৃত হত দরিদ্রদের জন্য দেয়া রেশন কার্ড বিতরনে অনিয়মের প্রতিবাদ জানিয়ে গ্রামবাসী লিখিত অভিযোগ জানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম বিষয়টি তদন্তের জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে জানান। এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের পক্ষ থেকে খাদ্য পরিদর্শক রুমানা আফরিন শার্শার লক্ষনপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামে গত শুক্রবার বিকালে তদন্তে যান। তদন্তের পর তিনি এলাকা ত্যাগ করলে লক্ষনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন শান্তির পৌষ্য সন্ত্রাসীরা অভিযোগকারী ও হত-দরিদ্রদের উপর হামলা চালায়। এ হামলায় দূর্গাপুর গ্রামের আব্দুল ওহাব, রিপন হোসেন, শফিকুল ইসলাম, আব্দুল হাকিম, হাসিনা বেগম গুরুতর আহত হয়। আহতদের শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তী করা হয়। আব্দুল ওহাব, রিপন হোসেন ও আব্দুল হাকিমের অবস্থার অবনতি হলে তাদেরকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তী করা হয় । সন্ত্রাসী হামলার ঘটনার পরপরই শার্শা থানা পুলিশের ইনচার্য মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে শার্শা থানায় আহতদের সজনরা একটি অভিযোগ দায়ের করেছে। এলাকাবাসী জানান, লক্ষনপুর ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বররা অধিকাংশ প্রভাবশালী ও ধনাঢ্য ব্যক্তিকে হত দরিদ্রদের জন্য দেয়া ১০টাকা কেজি দরের রেশন কার্ড দিয়েছে। অধিকাংশ হত দরিদ্ররা এ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সন্দিপ কুমার দাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম বিষয়টি তদন্ত করার জন্য আমাকে জানালে আমি খাদ্য পরিদর্শক রুমানা আফরিনকে দূর্গাপুর গ্রামে পাঠায় তদন্তের জন্য। বৃহস্পতিবার রিপোর্ট নির্র্বাহী কর্মকর্তা আব্দুস সালাম স্যারকে দেয়া হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ১৬জন ধনি ব্যক্তির নামে ১০টাকা কেজি দরে হত দরিদ্রদের জন্য দেয়া রেশন কার্ড বিতরন করা হয়েছে এমন একটি অভিযোগ পাওয়ার পর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সন্দিপ সাহেবকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। এখনো পর্যন্ত তদন্তের রিপোর্ট পাইনি। রিপোর্ট পেলেই ব্যবস্থা নেয়া হবে। মাননীয় প্রধান মন্ত্রির দেয়া কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করে সফলতা আনবই। সন্ত্রাসী কতৃক আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু। আহতদের সকল চিকিৎসার দায়িত্বও তিনি নেন।# একুশে সংবাদ ডটকম//এমএ//০৮-১০-২০১৬

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1