সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নবীনগর গুড়িগ্রামে ডাকাতি , ধরা পড়েছে এক ডাকাত- এবার কি হবে রহস্য উন্মেচন

প্রকাশিত: ০৬:১২ পিএম, অক্টোবর ২, ২০১৬
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :  গত ৫-৯-২০১৬ ইং নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের গুড়িগ্রামে অালোচিত রহস্যজনক ডাকাতি ও হত্যাচেষ্টা মামলায় ধরা পড়েছে এক অাসামী।ডাকাতদের হামলায় গুরুত্বর অাহত এনামূল হকের স্ত্রী রুমা অাক্তারের বিবরনের ভিত্তিতে গতকাল ১ অক্টবর রাতে এক অাসামীকে গ্রেপ্তার করতে সমর্থ হয় ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শিবপুর পুলিশ ক্যাম্পের এস অাই মোঃ রেজাউল করিম ।তাহলে এবার নিশ্চই সব রহস্যের উন্মোচন ঘটবে। উদ্বেশ্য কি ছিলো শুধুই ডাকাতি? ঘটনার বিবরনে জানাযায় - বিটঘর ইউনিয়নের গুড়িগ্রামে প্রবাসী এনামূল হকের মা-বাবা পবিত্র হজ পালন করতে যাবার কথা ছিলো। তাই দীর্ঘদিনের পর দেশে অাসলেন অাজিজুল হক এর ছেলে এনামুল হক (৩০)।পুরো বাড়ী জুড়েই ছিলো খুশির বন্যা। unnamed-9 কিন্তু গত ৫-৯-২০১৬ ইং এনামুল হক ও তার স্ত্রীর রুমা কে অজ্ঞাত মুখোশ ধারী দূর্বৃত্তের দল ঘরের দরজা ভেঙ্গে কুপিয়ে গুরুত্বর জখম করে। মুখোশধারী দের উদ্বেশ্য ছিলো কি শুধু মাত্র ডাকাতি? নাকি অজ্ঞাত শত্রুতায় হত্যা করার মানসে এই জঘন্যতম বর্বোরচিত ন্যক্কারজনক হামলা? সে রহস্য অাজও অনুঘাটিত এবার পুলিশের হাতে ধরা পড়া অাসামী একই গ্রামের দানু মিয়ার পুত্র মাস্তু মিয়ার কে জেরা করলে সব রহস্যের উন্মেচন হবে নিশ্চই। অনুসন্ধানে অারো জানাযায়। স্বামী, স্ত্রীর কে ঘটনার রাতেই অাশংকাজনক অবস্থায় ঢাকা প্রেরণ করা হয়। ইতিমধ্যে এনামুল হকের একটি হাত কেটে বাদ দিতে হয়েছে। চির দিনের জন্য পঙ্গুত্ব বরন কারী এনামূল হক দম্পতি অার কোনো দিনই ফিরে অাসতে পারবেনা স্বাভাবিকতায় সুস্থ্য জীবনে একটা দু:স্বপ্নময় ভয়ানক কালরাত তাড়া করে বেড়াবে বাকী জীবন। কিন্তু কাদের কারনে,কোন নরপশুদের লালায়িত হীনতায় একটি সুন্দর স্বপ্নময় সাজানো সংসার অাজ লন্ড-ভন্ড হলো, সে রহস্য কখনো উদঘাটন হবে কি? একজন অাসামী যখন ধরা পরেছে অামরা অাশাবাদী অপরাধীরা নিশ্চিত অাইনের অাওতায় অাসবে এবং শাস্তিপাবে। কারা নেপথ্যের ক্রিয়ানক এবার নিশ্চয় হবে।   একুশে সংবাদ ডটকম//এমএ//০২-১০-২০১৬

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1