সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

টেকনাফে সন্ত্রাসীদের প্রকাশ্যে অস্ত্রের মহড়া

প্রকাশিত: ০৩:৫৪ পিএম, সেপ্টেম্বর ২৮, ২০১৬
একুশে সংবাদ : টেকনাফের হ্নীলায় চিহ্নিত ইয়াবা গডফাদারের নেতৃত্বে বিভিন্ন মামলার পলাতক সন্ত্রাসীরা প্রকাশ্যে আসতে শুরু করেছে। শুধু তাই নয়, তারা রীতিমতো প্রকাশ্যে অস্ত্রের মহড়া শুরু করেছে। লম্বা বন্দুকসহ অর্ধডজন আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া চালিয়ে যাচ্ছে। ধারাবাহিক ৩ দিন তারা অস্ত্রের মহড়া দেয়ার পরও চুপ করে আছে পুলিশ প্রশাসন। এতে করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। জানা যায়, হ্নীলার ফুলের ডেইল, দরগাহ পাড়া, নাটমুড়া কেন্দ্রিক একটি চিহ্নিত ইয়াবা গডফাদার ও অস্ত্রধারী ডাকাত দল সক্রিয় হয়ে অত্যাচার নিপীড়নসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তারা অস্ত্রধারী বিত্তশালী ও প্রভাবশালী হওয়ায় এলাকার কেউ মুখ খুলে প্রতিবাদ করার সাহস পাচ্ছেনা। অপরদিকে পুলিশের নিরবতা, নিস্ক্রিয়তা নিয়ে জনমনে নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ফলে দিন দিন বাড়ছে অপরাধ প্রবণতা। নাম না প্রকাশের শর্তে এলাকার ভূক্তভোগিরা জানান, বর্তমানে উল্লেখিত এলাকার অপরাধ জগত নিয়ন্ত্রন করছে হ্নীলা দরগাহ পাড়ার মামা-ভাগ্নে সিন্ডিকেট। এই মামা-ভাগ্নে বাহিনীর বিরুদ্ধে নিরীহ ব্যাক্তিদের অপহরণ করে পাহাড়ী এলাকায় নিয়ে মুক্তিপন আদায়, ইয়াবা ব্যবসা, ইয়াবার চালান ছিনতাই, জমি দখল ও সন্ত্রাসী কর্মকান্ডসহ অসংখ্য অভিযোগ রয়েছে। সূত্রে প্রকাশ, দরগাহ পাড়ার রেজাউল করিম ও সাইফুল করিম দীর্ঘ দিন ধরে ইয়াবা ব্যবসা করে ইয়াবার টাকা দিয়ে প্রায় ৬/৭ টি দেশী-বিদেশী অস্ত্র কেনে। তার সাথে যোগ হয় আরেক আন্ডার ওয়ার্ল্ড টেরর সৌদি ফেরত ওসমান। নাট মোড়া পাড়ার ওসমান ১৯৯০ সালে চৌধুরী পাড়ায় হ্নীলার রবি আলমের ভাই সেলিম কে খুন করে। এরপর প্রতিদিন নাফ নদী ও সীমান্ত এলাকায় ডাকাতির রাম রাজত্ব চালালে পুলিশ ও বিজিবির অপারেশনে মিয়ানমারে পালিয়ে যায়। পরে কৌশলে ভূঁয়া নাম ঠিকানায় পাসপোর্ট নিয়ে সৌদি আরব পাড়ি দেয়। অপর দিকে, সাইফুল করিমের বিরুদ্ধে হামিদ হত্যার চেষ্টা ও ইয়াবার মামলাসহ প্রায় ডজন খানেক মামলা রয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা বলছেন, পুলিশের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তার সাথে এই আন্ডার ওয়ার্ল্ড সন্ত্রাসীদের সাথে নাকি দহমহরম রয়েছে। ফলে তারা দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। এছাড়া টেকনাফের গোদারবিল, সাবরাং ডেগিল্লার বিল, হ্নীলা মৌলভী বাজারে ও পানখালীতে সম্প্রতি তারা অস্ত্রের মহড়া করেছে। এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ সাংবাদিকদের জানান, অস্ত্রের মহড়া দেওয়া সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চলছে। অচিরেই এইসব সন্ত্রাসীরা ধরা পড়বে। একুশে সংবাদ ডটকম//এমএ//২৮-০৯-২০১৬

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1