সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

হোটেল ওয়েস্টিনের দখল থেকে মুক্ত হচ্ছে ফুটপাথ

প্রকাশিত: ০২:৪৯ পিএম, সেপ্টেম্বর ২৭, ২০১৬
একুশে সংবাদ : ঢাকা উত্তর সিটি (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের নির্দেশে গুলশান এভিনিউর রাস্তা ও ফুটপাথ উন্নয়নের পাশাপাশি অবৈধ দখলমুক্ত করতে চলছে উচ্ছেদ অভিযান।  রাজধানীর গুলশানে ডা. এইচ বি এম ইকবালের হোটেল কোর্টইয়ার্ড ম্যারিয়টের পর এবার নুর আলীর হোটেল ওয়েস্টিনের দখল থেকে মুক্ত হচ্ছে ফুটপাথ। ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজবাউল ইসলাম এই বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মেয়রের নির্দেশে ইতোমধ্যে গুলশান এলাকায় অ্যাম্বাসিসহ প্রভাবশালীদের অনেক স্থাপনার অবৈধ অংশ ভেঙ্গে রাস্তা ও ফুটপাথ দখলমুক্ত করা হয়েছে। ডিএনসিসির এই উচ্ছেদ কার্যক্রম চলমান রয়েছে। ডিএনসিসির সম্পত্তি বিভাগ এবং প্রকৌশল বিভাগের কর্মকর্তরা সরকারি রাস্তা ও ফুটপাথের সিমানা নির্ধারণের পাশাপশি উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছেন। ভাঙা হবে ওয়েস্টিনের অবৈধ অংশডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, গুলশান এভিনিউ ৭৮ প্লটের বহুতল ভবন হোটেল কোর্টইয়ার্ড ম্যারিয়টের অবৈধ দখল থেকে ৭ ফুট চওড়া এবং ২শ ফুট দীর্ঘ ফুটপাথ অবমুক্ত হয়েছে। এই ভবনটির মালিক সাবেক সংসদ সদস্য ডা. এইচ বি এম ইকবাল টানা ২৫ বছর ধরে সরকারি রাস্তা ও ফুটপাথ অবৈধভাবে দখল করে রাখেন। তিনি বলেন, ভবন মালিক পক্ষকে তাদের দখলে থাকা অবৈধ অংশ ছেড়ে দিতে বলায় দেখা যায়, তারা নিজেরাই ওই অংশটুকু ভেঙ্গে দিচ্ছেন। আর যারা ভাঙ্গতে চান না, তাদেরটা আমরাই ভেঙ্গে ফেলি। প্রধান নির্বাহী কর্মকর্তা মিজবাউল ইসলাম বলেন, ডিএনসিসির চলমান উচ্ছেদ অভিযানে গুলশান ১ নম্বর গোলচক্করে নাভানা টাওয়ার শপিং কমপ্লেক্সের নিয়ন্ত্রণ থেকে অংশ ফুটপাথ দখলমুক্ত করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গুলশান ২ নম্বরে আরেক প্রভাবশালী ব্যবসায়ি নুর আলীর মালিকানাধীন আন্তর্জাতিক মানের হোটেল ওয়েস্টিনের দখলে থাকা ফুটপাথ দখলমুক্ত করার প্রক্রিয়া চলছে। ভাঙা হবে ওয়েস্টিনের অবৈধ অংশএদিকে গতকাল সোমবার ডিএনসিসির কর্মকর্তারা হোটেল ‘ওয়েস্টিনের’ কর্মকর্তাদের উপস্থিতিতে সরকারি রাস্তা ও ফুটপাথের সিমানা নির্ধারণ সংক্রান্ত সার্ভে করেছেন। এই সার্ভে টিম সরেজমিনে ওয়েস্টিন ভবনটির দখলে থাকা অংশটি চিহ্নিত করেছেন। সার্ভে টিমের এক কর্মকর্তা বলেন, প্রায় ৬ ফুটের মতো ফুটপাথ ‘ওয়েস্টিনের’ অবৈধ দখলে রয়েছে। এই অংশটি ভেঙ্গে ফেলার জন্য লাল কালি দিয়ে সনাক্ত করা হয়েছে। এদিকে স্থানীয় সাইফুল শাহীন নামে এক ব্যক্তি ডিএনসিসি নিয়ন্ত্রিত ‘আমরা ঢাকা’ নামের ফেসবুক পেজে মেয়রের দৃষ্টি আকর্ষণ করেন। ওই ব্যক্তি গুলশান এভিনিউতে হোটেল ‘কোর্টইয়ার্ড ম্যারিয়টের’ বিরুদ্ধে অবৈধ দখলের বিষয়টি উল্লেখ করেন। এরপরই ফুটপাথ দখলমুক্ত করতে মেয়র আনিসুল হক রাস্তা ওফুটপাথ দখল মুক্ত করার অভিযান শুরু করেন। একুশে সংবাদ ডটকম//এমএ//২৭-০৯-২০১৬

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1