সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আন্তর্জাতিক পর্যটন দিবস আজ

প্রকাশিত: ১০:২৯ এএম, সেপ্টেম্বর ২৭, ২০১৬
একুশে সংবাদ : আন্তর্জাতিক পর্যটন দিবস আজ। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডাব্লিউটিও) উদ্যোগে ১৯৮০ সাল থেকে প্রতিবছর ২৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘সকলের জন্য পর্যটন: সার্বজনীন পর্যটনের অভিগম্যতা’। আন্তর্জাতিক পর্যটন দিবসের প্রধান উদ্দেশ্য বিশ্বের বিভিন্ন দেশের ভ্রমণকারীদের সঙ্গে পর্যটনকেন্দ্রের সেতুবন্ধন গড়ে তোলা। এ ছাড়া পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া। পর্যটন সক্ষমতা-সংক্রান্ত ২০১৩ সালের আন্তর্জাতিক প্রতিবেদনে ১৪০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৩। ২০১২ সালে ১৪৪টি দেশের মধ্যে ১১৮ এবং ২০১১ সালে ১৩৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১২৯। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এ উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা, র‌্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও পর্যটন করপোরেশন। এ ছাড়া রাজধানীর মহাখালীর হোটেল অবকাশের ব্যাংকুয়েট হলে আজ বিকাল ৩টায় বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য নিয়ে এক সেমিনারের আয়োজন করা হয়েছে। র‌্যালিটি সকাল সাড়ে ৮টায় রাজধানীর মৎস্য ভবনের সামনের সড়ক থেকে শুরু হয়ে হাইকোর্ট-প্রেস ক্লাব, দোয়েল চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি গিয়ে শেষ হবে। এতে বিভিন্ন পর্যটন সংগঠন ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিস্ট সোসাইটি, টুর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব), অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সি অববাংলাদেশ (আটাব) পর্যটক ও ট্যুরিস্ট পুলিশের সদস্যরা অংশ নেবেন। উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের বিভিন্ন দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের সঙ্গে সঙ্গে পর্যটন ব্যবসারও প্রসার ঘটে। এরই পরিপ্রেক্ষিতে পর্যটনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি ও ভোক্তার সমন্বয়ে গড়ে ওঠে আন্তর্জাতিক ভ্রমণবিষয়ক সংস্থা আইইউওটিও। এ সংস্থা বিশ্বব্যাপী পর্যটন ব্যবস্থার উন্নয়ন ও প্রসারের মাধ্যমে বিভিন্ন দেশের অর্থনৈতিক উন্নয়ন ও রাজস্ব আয়ে বিশেষ অবদান রাখছে। একুশে সংবাদ ডটকম//এমএ//২৭-০৯-২০১৬

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1