সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বিলুপ্ত হয়ে যাওয়া দেশীয় প্রযুক্তি মাছ চাষের মাধ্যমে ভাতে মাছে বাঙ্গালীর ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে

প্রকাশিত: ০৫:০১ পিএম, সেপ্টেম্বর ২৬, ২০১৬
দিনাজপুর প্রতিনিধি : “জল আছে যেখানে- মাছ আছে সেখানে” এই শ্লোগানকে সামনে রেখে গতকাল সোমবার মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র (এমবিএসকে) বালুবাড়ী দিনাজপুর এর আয়োজনে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় কৃিিষ ্ইউনিটের আওতায় ৪নং শেখপুরা ইউনিয়নের গাবুড়া ব্রীজ সংলগ্ন গর্ভেশ^রী চ্যানেলে আভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে পোনা অবমুক্তকরন কর্মসূচী উদ্বোধন করা হয়।   উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে শহর আওয়ামী লীগের সভাপতি ও দিনাজপুর চেম্বার এন্ড কমার্সের সিনিয়র সহ-সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, ৪নং শেখপুরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বাবুল আখতার, প্রভাষক, হাবিপ্রবি দিনাজপুর শেখ ইসতিয়াক, জেলা মৎস্য কর্মকর্তা দিনাজপুর সায়েক ইমাম জাফর মোহাম্মদ, উপজেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় ও জেলা আওয়ামী লীগের বিশিষ্ট নেতা হাজী আখতারুজ্জামান পলাশ (হাজী পলাশ)।   স্বাগত বক্তব্য রাখেন এমবিএমকে’র ঋণ সমন্বয়কারী মোঃ ফজলুর রহমান। সঞ্চালকের দায়িত্ব পালন করেন এমবিএসকে’র প্রোগ্রাম ম্যানেজার ধর্ম জয় বর্মন। সম্মানিত অতিথিবৃন্দ আলোচনা শেষে গাবুড়া নদীতে কুচিয়া, শিং, সিলভারকাপ, রুই, মৃগেল, কাতল, মিনারকাপ, বাতা, তেলাপিয়া মাছের পোনা অবমুক্ত করে। অনুষ্ঠানে ৬৫ জন মৎস্য চাষীসহ বিভিন্ন এলাকার নারী পুরুষ উপকারভোগী উপস্থিত ছিলেন। একুশে সংবাদ ডটকম//আরিফ//২৬-০৯-২০১৬

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1