সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

রাজশাহীতে স্ত্রী হত্যায় স্বামীসহ তিনজনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৫:০৪ পিএম, সেপ্টেম্বর ২৫, ২০১৬
একুশে সংবাদ : রাজশাহীতে স্ত্রী সাথী ইয়াসমিন (২৩) হত্যা মামলায় স্বামীসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২৫ হাজার টাকা করে জরিমানাও করা হয়। রোববার দুপুর ১টার দিকে রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মনসুর আলম এ দণ্ডাদেশ দেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন ওই আদালতের অ্যাডভোকেট মর্জিনা খাতুন। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। দণ্ডপ্রাপ্তরা হলেন— মহানগরীর সাধুর মোড় এলাকার মো. আলমের ছেলে মো. আরিফ (২৮) ও তার দুই ভাবী হামিদা হাসান ওরফে ইভা (৩২) ও মাহফুজা জান্নাত ওরফে লাইবা (৩০)। এ মামলায় অপর আসামি আরিফের মা মর্জিনা বেগমকে (৫০) বেকসুর খালস দেয়া হয়েছে। রাজশাহী কোর্ট পুলিশ পরিদর্শক আবুল হাশেম এ সব তথ্য জানিয়েছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণা শেষে দণ্ডপ্রাপ্তদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। উল্লেখ্য, ২০১২ সালের ৪ এপ্রিল দুই ভাবীর সহায়তায় সাথীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন আরিফ। এতে সাথী দগ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরদিন সাথীর বাবা চারজনকে আসামি করে বোয়ালিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। একুশে সংবাদ ডটকম//এমএ//২৫-০৯-২০১৬

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1