সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কানাডা সরকারের‘নূর চৌধুরীকে বহিষ্কারের খবর ভুল ’

প্রকাশিত: ০২:৫৩ পিএম, সেপ্টেম্বর ২৪, ২০১৬
একুশে সংবাদ :বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর চৌধুরীর রাজনৈতিক আশ্রয় কানাডা সরকার বাতিল করেনি বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। আজ শনিবার দুপুরে সচিবালয়ে নিজের কার্যালয়ে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের পত্রিকাগুলোতে এ রকম খবর পাওয়ার পরে আমাকে নিউইয়র্ক থেকে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ফোন করেছিলেন। আমাদের দুজনের আলোচনার পরিপ্রেক্ষিতে এই খবরটার সত্যতা জানতে কানাডায় বাংলাদেশের হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করি এবং সেখানকার হাই কমিশনার জানান, এই সংবাদটি একবারেই অসত্য। গত সপ্তাহে কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে জানায়, নূর চৌধুরীকে কানাডা থেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন সে দেশের ফেডারেল কোর্ট। প্রতিবেদনে বলা হয়, নূর চৌধুরীর রাজনৈতিক আশ্রয়ের আবেদন বাতিল করে আদালত বলেছিলেন, বর্তমানে কানাডায় অবৈধভাবে বসবাস করছেন নূর চৌধুরী। সরকার ইচ্ছা করলে যেকোনো মুহূর্তে তাকে দেশ থেকে বহিষ্কার করতে পারে। প্রসঙ্গত, ১৯৯৬ সালের জুনে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের মুহূর্তেই খুনী নূর চৌধুরী সপরিবারে কানাডায় পালিয়ে যান। কানাডায় গিয়ে ফেডারেল কোর্টে রাজনৈতিক আশ্রয় চেয়ে একটি আবেদন করেন। ওই আবেদনে নূর চৌধুরী নিজেকে চাকরিচ্যুত সেনা কর্মকর্তা ও অরাজনৈতিক ব্যক্তি হিসেবে উল্লেখ করেন। আবেদনে বঙ্গবন্ধু সরকারের কুৎসা আর জিয়াউর রহমানের প্রতি নিজের সমর্থন ও যোগসাজশের কথা উল্লেখ করেন। তখন মৃত্যুদণ্ডবিরোধী কানাডা সরকারও তাকে শর্তসাপেক্ষে রাজনৈতিক আশ্রয় দেয়।   একুশে সংবাদ ডটকম//এমএ//২৪-০৯-২০১৬

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1