সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

রাজশাহীতে যাত্রীবাহী বাস কেরে নিল ঘুমন্ত দম্পতির জীবন

প্রকাশিত: ১০:৪৩ এএম, সেপ্টেম্বর ২১, ২০১৬
একুশে সংবাদ : রাজশাহীতে যাত্রীবাহী চলন্ত বাস নিয়ন্ত্রন হারিয়ে একটি বাড়িতে ঢুকে পড়েছে। এতে ওই বাড়িতে ঘুমন্ত অবস্থায় থাকা স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে রাজশাহী মহানগরীর বহরমপুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন বহরমপুর রেলক্রসিং এলাকার বশির হোসেন (৪০) ও তার স্ত্রী রেশমা বেগম (৩৫)। দু’জনের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও রাজপাড়া জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) ইফতে খায়ের আলম জানান, রাত ২টার দিকে কেয়া পরিবহনের একটি বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল। বহরমপুর এলাকায় চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশে ওই বাড়িতে ঢুকে যায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুর্ঘটনায় বাসটি আরও একটি বাড়িও ক্ষতিগ্রস্ত করেছে। এতে দিপু মিয়া (৪৫) ও চম্পা বেগম (৩৫) নামে অপর একদম্পতি আহত এবং বাসটির ছয়যাত্রী আহত হয়েছেন। তিনি আরো বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা বাসের নিচ থেকে তাদের লাশ উদ্ধার করে। আহত ব্যক্তিদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত যাত্রীরা হলেন- ফিরোজ (৪১), শরীফ (২৪), মামুন (৩০), মানিক (৩১), এমদাদুল (৩৪) ও উত্তম (৫২)। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আবুল কালাম আজাদ (৫৩) নামে ওই বাসের এক যাত্রী বলেন, ‘দুর্ঘটনার কিছুক্ষণ আগ থেকেই বাসের চালক তন্দ্রাচ্ছন্ন ছিলেন। কয়েকবার তাকে সতর্কও করেন যাত্রীরা। পরে বহরমপুর রেলক্রসিং এলাকায় চালক সরাসরি বাড়ির ভেতরে গাড়ি ঢুকিয়ে দেন। এতে এই হতাহতের ঘটনা ঘটে।’   একুশে সংবাদ ডটকম//এমএ//২১-০৯-২০১৬

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1